হোম > অপরাধ > ভারত

ভারতে যৌন নির্যাতনের প্রতিশোধ নিতে গৃহশিক্ষককে হত্যা করল কিশোর 

গৃহশিক্ষককে হত্যার অভিযোগে এক ১৪ বছর বয়সী কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, বেশ কয়েকবার যৌন নির্যাতন করায় প্রতিশোধপরায়ণ হয়ে ওই শিক্ষককে (২৮) হত্যা করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত নির্যাতন এবং ওই সময় ভিডিওধারণের অভিযোগও উঠেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে, কিশোরটিকে গত শুক্রবার আটক করা হয়েছে। আটকের তিন দিন আগে সে ধারালো অস্ত্র দিয়ে গৃহশিক্ষককে হত্যা করে।

দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের উপকমিশনার রাজেশ দেও বলেন, ‘৩০ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটে পুলিশ কন্ট্রোলে একটি ফোনকল আসে। সেখানে বলা হয় জামিয়া নগরের বাটলা হাউসের দুই তলার একটি কক্ষ থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে, আর কক্ষটি খোলা।’ 

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গলায় ছুরির আঘাতসহ এক ব্যক্তির দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। ওই গৃহশিক্ষক জাকিরনগরে তাঁর পরিবারসহ থাকতেন বলে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। 

এ ঘটনায় পুলিশ হত্যা মামলা করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই গৃহশিক্ষক সমকামী ছিলেন এবং প্রায় দুইমাস আগে ওই কিশোরের সঙ্গে তাঁর দেখা হয়। তখন থেকে বেশ কয়েকবার তিনি কিশোরকে যৌন নির্যাতন করেন। 

পুলিশ বলছে, এমনকি তিনি কিশোরের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওধারণ করেন এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতেন। গৃহশিক্ষকের কথামতো কাজ না করলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। 

ঘটনার দিন গৃহশিক্ষক কিশোরকে ফোনকলে তাঁর জামিয়া নগরের বাড়িতে আসার জন্য বলেন। কিশোরটি কাগজ কাটার ছুরি নিয়ে তাঁর বাড়িতে পৌঁছান। সেই অস্ত্র দিয়ে গৃহশিক্ষকের গলা কাটার পর কিশোরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্র–চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ