হোম > অপরাধ > ভারত

মিসড কলের সূত্র ধরে স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন 

ভারতের দিল্লিতে সম্প্রতি অপহরণের পর এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। এর পর একটি মিসড কলের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এরই মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ১১ বছর বয়সী মেয়েটি গত ৯ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এদিন তার মায়ের মোবাইল ফোনে একটি নম্বর থেকে মিসড কল এসেছিল। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পর মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায় পরিবার। 

মেয়েটির মা জানান, ঘটনার দিন বাড়ি থেকে সকাল ৭টা ৩০ মিনিটে স্কুলে যাওয়ার জন্য বের হয় সে এবং বাসে করে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসলে এরপর পুলিশে খবর দেওয়া হয়।

এর ১২ দিন পর ওই মিসড কলের সূত্র ধরে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রোহিত ওরফে বিনোদ। তাঁর বয়স আনুমানিক ২১ বছর। তদন্তে নামার পর নম্বর ট্র্যাক করে পাঞ্জাব ও মধ্যপ্রদেশে অভিযান চালানো হয়। এরপর ২১ ফেব্রুয়ারি রোহিতকে আটক করে তাঁরা। রোহিত পুলিশের কাছে স্বীকার করে, ৯ ফেব্রুয়ারি মেয়েটিকে হত্যার পর দিল্লির ঘেব্রা মোর এলাকায় লাশ গুম করার কথা। এরপর মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার উদ্দেশ্য জানা যায়নি। হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা