হোম > অপরাধ > ভারত

মিসড কলের সূত্র ধরে স্কুলছাত্রী হত্যার রহস্য উন্মোচন 

ভারতের দিল্লিতে সম্প্রতি অপহরণের পর এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। এর পর একটি মিসড কলের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এরই মধ্যে খুনিকে গ্রেপ্তার করা হয়েছে। 

দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ১১ বছর বয়সী মেয়েটি গত ৯ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। এদিন তার মায়ের মোবাইল ফোনে একটি নম্বর থেকে মিসড কল এসেছিল। পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর পর মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশকে জানায় পরিবার। 

মেয়েটির মা জানান, ঘটনার দিন বাড়ি থেকে সকাল ৭টা ৩০ মিনিটে স্কুলে যাওয়ার জন্য বের হয় সে এবং বাসে করে গিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসলে এরপর পুলিশে খবর দেওয়া হয়।

এর ১২ দিন পর ওই মিসড কলের সূত্র ধরে খুনিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রোহিত ওরফে বিনোদ। তাঁর বয়স আনুমানিক ২১ বছর। তদন্তে নামার পর নম্বর ট্র্যাক করে পাঞ্জাব ও মধ্যপ্রদেশে অভিযান চালানো হয়। এরপর ২১ ফেব্রুয়ারি রোহিতকে আটক করে তাঁরা। রোহিত পুলিশের কাছে স্বীকার করে, ৯ ফেব্রুয়ারি মেয়েটিকে হত্যার পর দিল্লির ঘেব্রা মোর এলাকায় লাশ গুম করার কথা। এরপর মেয়েটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার উদ্দেশ্য জানা যায়নি। হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক