হোম > অপরাধ > ভারত

উত্তরাখণ্ডে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী ও তাঁর ৬ বছরের মেয়ে

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকিতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মুসলিম নারী ও তাঁর ছয় বছরের শিশু। গতকাল রোববার পুলিশ জানিয়েছে, একটি চলন্ত গাড়িতে তাঁদের ধর্ষণ করা হয়। সনু নামে এক লোক ও তার সঙ্গীরা তাঁদের ধর্ষণ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, ওই নারী ও তাঁর কন্যাসন্তান স্থানীয় একটি মাজার থেকে তাদের গ্রাম পিরান কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে রাত হয়ে গেলে সনু নামে এক লোক তাদের নিজের গাড়িতে উঠতে বলে। পরে তাঁরা গাড়িতে উঠলে তাঁদের ধর্ষণ করা হয়। 

স্থানীয় পুলিশ সুপার প্রেমেন্দ্র দোভাল জানিয়েছেন, গাড়িতে সনুর সঙ্গীরা আগে থেকেই ওত পেতে ছিল। ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সনু এবং তার সঙ্গীরা ওই নারী এবং তাঁর কন্যাকে ধর্ষণ করে। পরে একটি নালার কাছে ফেলে যায়। পরে ওই নারী সেখান থেকে মধ্যরাতে কোনোমতে স্থানীয় একটি পুলিশ স্টেশনে পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটিতে ঠিক কতজন ছিল তা ওই নারী নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল তার নাম সনু। ওই নারী এবং শিশুকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ডাক্তারি পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা ধর্ষণের শিকার হয়েছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে