হোম > অপরাধ > ভারত

উত্তরাখণ্ডে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী ও তাঁর ৬ বছরের মেয়ে

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকিতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মুসলিম নারী ও তাঁর ছয় বছরের শিশু। গতকাল রোববার পুলিশ জানিয়েছে, একটি চলন্ত গাড়িতে তাঁদের ধর্ষণ করা হয়। সনু নামে এক লোক ও তার সঙ্গীরা তাঁদের ধর্ষণ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, ওই নারী ও তাঁর কন্যাসন্তান স্থানীয় একটি মাজার থেকে তাদের গ্রাম পিরান কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে রাত হয়ে গেলে সনু নামে এক লোক তাদের নিজের গাড়িতে উঠতে বলে। পরে তাঁরা গাড়িতে উঠলে তাঁদের ধর্ষণ করা হয়। 

স্থানীয় পুলিশ সুপার প্রেমেন্দ্র দোভাল জানিয়েছেন, গাড়িতে সনুর সঙ্গীরা আগে থেকেই ওত পেতে ছিল। ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সনু এবং তার সঙ্গীরা ওই নারী এবং তাঁর কন্যাকে ধর্ষণ করে। পরে একটি নালার কাছে ফেলে যায়। পরে ওই নারী সেখান থেকে মধ্যরাতে কোনোমতে স্থানীয় একটি পুলিশ স্টেশনে পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটিতে ঠিক কতজন ছিল তা ওই নারী নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল তার নাম সনু। ওই নারী এবং শিশুকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ডাক্তারি পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা ধর্ষণের শিকার হয়েছেন।

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক