হোম > অপরাধ > ভারত

উত্তরাখণ্ডে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী ও তাঁর ৬ বছরের মেয়ে

ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকিতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক মুসলিম নারী ও তাঁর ছয় বছরের শিশু। গতকাল রোববার পুলিশ জানিয়েছে, একটি চলন্ত গাড়িতে তাঁদের ধর্ষণ করা হয়। সনু নামে এক লোক ও তার সঙ্গীরা তাঁদের ধর্ষণ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, ওই নারী ও তাঁর কন্যাসন্তান স্থানীয় একটি মাজার থেকে তাদের গ্রাম পিরান কালিয়ার দিকে যাচ্ছিলেন। পথে রাত হয়ে গেলে সনু নামে এক লোক তাদের নিজের গাড়িতে উঠতে বলে। পরে তাঁরা গাড়িতে উঠলে তাঁদের ধর্ষণ করা হয়। 

স্থানীয় পুলিশ সুপার প্রেমেন্দ্র দোভাল জানিয়েছেন, গাড়িতে সনুর সঙ্গীরা আগে থেকেই ওত পেতে ছিল। ভুক্তভোগীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সনু এবং তার সঙ্গীরা ওই নারী এবং তাঁর কন্যাকে ধর্ষণ করে। পরে একটি নালার কাছে ফেলে যায়। পরে ওই নারী সেখান থেকে মধ্যরাতে কোনোমতে স্থানীয় একটি পুলিশ স্টেশনে পৌঁছে একটি অভিযোগ দায়ের করেন। 

পুলিশ আরও জানিয়েছে, গাড়িটিতে ঠিক কতজন ছিল তা ওই নারী নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন, যে ব্যক্তি গাড়িটি চালাচ্ছিল তার নাম সনু। ওই নারী এবং শিশুকে রুরকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ডাক্তারি পরীক্ষা থেকে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা ধর্ষণের শিকার হয়েছেন।

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি