হোম > অপরাধ > ভারত

মাদক কিনতে ৭৪ হাজার রুপিতে দুই সন্তান বিক্রি করেন মা-বাবা

ভারতে মাদক কেনার টাকার জন্য সন্তান বিক্রির অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই অবরাধ বিভাগ। আজ শুক্রবার রাজ্যের আন্ধেরি থেকে এক মাস বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে এবং দুই বছর বয়সী ছেলের খোঁজ চলছে। 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গ্রেপ্তারকৃত হলেন, শিশু দুটির বাবা শাব্বির, মা সানিয়া খান এবং শাকিল মাকরানি। সন্তান বিক্রিতে জড়িত ঊষা রাঠোড নামের এক দালালকেও আটক করেছে মুম্বাই অপরাধ বিভাগ। 

মুম্বাই অপরাধ বিভাগের দয়া নায়ক এক বিবৃতিতে বলেছেন, মাদকাসক্ত এক দম্পতি আন্ধেরিতে টাকা জোগাড় করতে নিজের দুটি সন্তানকে বিক্রি করে দিয়েছে। দম্পতির পরিবার ঘটনাটি জানতে পারলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পুলিশ অভিযুক্ত দম্পতি এবং জড়িত আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্ত দম্পতি শিশু ছেলেকে ৬০ হাজার রুপিতে এবং এক মাস বয়সী মেয়েটিকে ১৪ হাজার রুপিতে বিক্রি করে দেয়। 

পুলিশ শাব্বির খান, তাঁর স্ত্রী সানিয়া, উষা রাঠোর এবং শাকিল মাকরানির বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ্যে শাব্বির ও সানিয়া মাদকাসক্ত। 

মুম্বাই অপরাধ বিভাগ আরও জানায়, মাদক ছাড়া তাঁরা বাঁচতে পারে না, এমন সময়ে অভিযুক্ত নারী রাঠোডের সঙ্গে পরিচিত হন এবং নিজের ছেলেকে ৬০ হাজার রুপিতে বিক্রি করে দেন। যার কাছে বাচ্চাগুলো বিক্রি হয়েছিল তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ছাড়া এই দম্পতির সম্প্রতি একটি মেয়ে হয়েছে। তাঁরা গত মাসে অভিযুক্ত শাকিল মাকরানির কাছে ১৪ হাজার রুপিতে ১ মাস বয়সী মেয়েটিকে বিক্রি করে। 

অভিযুক্ত শাব্বিরের বোন রুবিনা খান ঘটনাটি জানতে পারলে বাকরুদ্ধ হয়ে যান। তিনি তাৎক্ষণিক ডিএন নগর থানায় ঘটনাটি জানান। তিনি থানায় ভাই ও ভাবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। রুবিনার অভিযোগের ভিত্তিতে ডিএন নগর পুলিশ মামলাটি আমলে নিয়েছে এবং অপরাধ বিভাগের কাছে তদন্তের দায়ভার দিয়েছে।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ