হোম > অপরাধ > ভারত

জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার বউ পেটালেন বিয়ের কয়েক ঘণ্টা পরই

সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার। লাখ লাখ মানুষ তাঁকে ফলো করে। মানুষকে জীবন সম্পর্কে উপদেশ দেওয়াই তাঁর মূল পেশা। সেই মোটিভেশনাল স্পিকারই বউ পেটানোর মামলায় ফেঁসে গেলেন। তা-ও নাকি বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন!

তিনি ভারতের জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিবেক বিন্দ্রা। এ ঘটনায় ভারতের নয়ডা থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর শ্যালক। 
 
পুলিশের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়, বিবেকের স্ত্রী ইয়ানিকার ভাই বৈভব কোয়াত্রা তাঁর বিরুদ্ধে একটি মামলা করেছেন। বৈভব বলছেন, নয়ডার সেক্টর ৯৪-এ সুপারনোভা ওয়েস্ট রেসিডেন্সিতে এ ঘটনা ঘটেছে। এই দম্পতি সেখানেই থাকেন। 

৭ ডিসেম্বর ভোরে বিবেক ও তাঁর মা প্রভার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ইয়ানিকা এর মধ্যে মধ্যস্থতা করতে গেলে বিবেক তাঁকে শারীরিকভাবে আঘাত করেন। পুলিশ বলছে, মারধরের কারণে ইয়ানিকার শরীরে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মামলার এজাহার অনুসারে, ৬ ডিসেম্বর বিবেক ও ইয়ানিকার বিয়ে হয়। বিয়ের কয়েক ঘণ্টা পরই বিবেক ইয়ানিকাকে একটি কামরায় নিয়ে গালাগাল করেন, চুল টেনে ধরেন ও মারধর করেন। মারধরের কারণে ইয়ানিকা এখন ঠিকমতো কানে শুনতে পাচ্ছেন না। এমনকি বিবেক তাঁর মোবাইল ফোনও ভেঙে ফেলেছেন। 

বিবেক বড়ো বিজনেস প্রাইভেট লিমিটেডের (বিবিপিএল) প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা। ইউটিউব ও ইনস্টাগ্রামে তাঁকে লাখ লাখ মানুষ ফলো করে। বিবেকের বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগও রয়েছে। 

ভারতের আরেক জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার ও ইউটিউবার সন্দীপ মহেশ্বরী তাঁর ইউটিউব চ্যানেলে ‘বিগ স্ক্যাম এক্সপোজ’ নামে একটি ভিডিও প্রকাশ করেছেন। এ ভিডিওতে বিবেকের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদিও বিবেক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে