হোম > অপরাধ > ভারত

উত্তর প্রদেশে মূত্রপানে বাধ্য করা হলো দুই শিশুকে, মলদ্বারে ঘষা হলো কাঁচা মরিচ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ১০ বছর এবং ১৫ বছর বয়সী দুই শিশুকে মূত্রপানে বাধ্য করা হয়েছে। ঘটনা এখানেই থেমে থাকেনি, এরপর তাদের দুজনের মলদ্বারেই কাঁচা মরিচ ঘষে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের দুজনকেই অজ্ঞাত ওষুধের বেশ কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে জোর করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনা গত ৪ আগস্টের। জেলার পাথরাবাজার থানার কনকাটি চৌরাহার নিকটবর্তী আরশান চিকেন শপ নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুকে চোর সন্দেহে আটকের পর তাদের সঙ্গে জোরপূর্বক এ ধরনের আচরণ করা হয়। পুরো ঘটনার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও থেকে দেখা গেছে, শিশু দুটিকে টাকা চুরির অভিযোগে কাঁচা মরিচ খেতে বাধ্য করা হয় এবং বোতলভর্তি প্রস্রাব তাদের গেলানো হয়। ভিডিওটিতে একদল লোককে তাদের গালিগালাজ করতে শোনা যায়।

আরেকটি ভিডিও থেকে দেখা গেছে, শিশু দুটি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে এবং তাদের হাত পিঠের পেছনে বাঁধা। একদল লোক তাদের পরনের কাপড় খুলে নিয়ে তাদের মলদ্বারে কাঁচা মরিচ ঘষে দিচ্ছে। এ সময় শিশুরা কষ্টে চিৎকার করলেও লোকগুলো তাতে কর্ণপাত করেনি, বরং তাদের হলুদ রঙের তরলভর্তি ইনজেকশন দেওয়া হয়।

পুলিশ বলেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দুই শিশুর বিরুদ্ধে অন্যায়ের ভিডিওটি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেছেন, ‘জেলার পাথরাবাজার এলাকায় দুই শিশুর সঙ্গে সংঘটিত আপত্তিকর আচরণের ভিডিওটি আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দুই শিশুর বিরুদ্ধে অন্যায়ের ভিডিওটি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।’

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি