হোম > অপরাধ > ভারত

উত্তর প্রদেশে মূত্রপানে বাধ্য করা হলো দুই শিশুকে, মলদ্বারে ঘষা হলো কাঁচা মরিচ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ১০ বছর এবং ১৫ বছর বয়সী দুই শিশুকে মূত্রপানে বাধ্য করা হয়েছে। ঘটনা এখানেই থেমে থাকেনি, এরপর তাদের দুজনের মলদ্বারেই কাঁচা মরিচ ঘষে দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের দুজনকেই অজ্ঞাত ওষুধের বেশ কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে জোর করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনা গত ৪ আগস্টের। জেলার পাথরাবাজার থানার কনকাটি চৌরাহার নিকটবর্তী আরশান চিকেন শপ নামে একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুকে চোর সন্দেহে আটকের পর তাদের সঙ্গে জোরপূর্বক এ ধরনের আচরণ করা হয়। পুরো ঘটনার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও থেকে দেখা গেছে, শিশু দুটিকে টাকা চুরির অভিযোগে কাঁচা মরিচ খেতে বাধ্য করা হয় এবং বোতলভর্তি প্রস্রাব তাদের গেলানো হয়। ভিডিওটিতে একদল লোককে তাদের গালিগালাজ করতে শোনা যায়।

আরেকটি ভিডিও থেকে দেখা গেছে, শিশু দুটি মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে এবং তাদের হাত পিঠের পেছনে বাঁধা। একদল লোক তাদের পরনের কাপড় খুলে নিয়ে তাদের মলদ্বারে কাঁচা মরিচ ঘষে দিচ্ছে। এ সময় শিশুরা কষ্টে চিৎকার করলেও লোকগুলো তাতে কর্ণপাত করেনি, বরং তাদের হলুদ রঙের তরলভর্তি ইনজেকশন দেওয়া হয়।

পুলিশ বলেছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দুই শিশুর বিরুদ্ধে অন্যায়ের ভিডিওটি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ বলেছেন, ‘জেলার পাথরাবাজার এলাকায় দুই শিশুর সঙ্গে সংঘটিত আপত্তিকর আচরণের ভিডিওটি আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত দুই শিশুর বিরুদ্ধে অন্যায়ের ভিডিওটি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।’

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র