ভারতের গোঁয়ার একটি রিসোর্টে ১২ বছর বয়সী এক রুশ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে গত মঙ্গলবার কর্ণাটক থেকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম রবি লামানি। তিনি নর্থ গোঁয়ার আরামবোলে একটি রিসোর্টে রুম অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। গত সোমবার ওই ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন। গত সোমবার ওই ভুক্তভোগী কিশোরীর মা থানায় মামলা করেন।
পেরনেম থানার পরিদর্শক বিক্রম নায়েক ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই কিশোরীর মা অভিযোগ করেছেন যে তার নাবালিকা মেয়েকে রিসোর্টের সুইমিং পুলে এবং পরে হোটেলের রুমে ধর্ষণ করে অভিযুক্ত।
তিনি আরও বলেন, মেয়ের মা যখন আরাম্বোলের কাছের একটি বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যান তখনই এই ঘটনা ঘটে।