স্ত্রীর আচার-ব্যবহার নিয়ে বড়ই মনঃকষ্ট। সেই থেকে চরম বিষণ্নতায় ভুগছিলেন। গতকাল সোমবার তিনি আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার পুলিশ বলেছে, ২৪ বছর বয়সী ওই যুবক সুইসাইড নোটে স্ত্রীকে নিয়ে তাঁর অসন্তোষের কথা লিখেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদে।
সমাধান সাবলে নামে ওই যুবক মুকুন্দনগরের বাসিন্দা। সোমবার নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।
মুকুন্দারি পুলিশ স্টেশনের ইনচার্জ ব্রাহ্ম গিরি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ওই যুবকের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তিনি লিখেছেন, স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারেন না, এমনকি তাঁর হাঁটা এবং কথা বলাও ঠিকঠাক হয় না!
মাত্র ছয় মাস আগে ওই যুবক বিয়ে করেন। স্ত্রী তাঁর ছয় বছরের বড়।