হোম > অপরাধ > ভারত

শপিংমলে নারীদের টয়লেটে গোপনে ভিডিও ধারণ, বোরকা পরা যুবক গ্রেপ্তার

ভারতের কেরালায় বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে ভিডিও ধারণ করায় ২৩ বছর বয়সী এক আইটি পেশাজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার কোচির লুলু শপিংমলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিটেক স্নাতক। তাঁকে অসৎ উদ্দেশ্যে গোপনে ছবি ও ভিডিও ধারণের অপরাধে ৩৫৪ (সি) ধারায় ও ছদ্মবেশ ধারণের কারণে আইপিসির ৪১৯ ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইনে ৬৬ই ধারায় গ্রেপ্তার করা হয়েছে। 

কেরালার কালামাসেরি পুলিশ থানার এক কর্মকর্তা বলেন, আদালত অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

পুলিশ বলছে, অভিযুক্ত ইনফো পার্কের এক আইটি ফার্মে কাজ করেন। তিনি বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে মোবাইল ফোনটি একটা ছোট বাক্সে রাখেন। দৃশ্যধারণের জন্য বাক্সে ক্যামেরা বরাবর একটি ছিদ্র করেন এবং তা ওয়াশরুমের দরজায় আটকে দেন। 

এরপর অভিযুক্ত ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। তাঁর সন্দেহজনক আচরণ খেয়াল করে শপিংমলের নিরাপত্তাকর্মী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নারীর ছদ্মবেশে ছিলেন এবং মোবাইল ফোনে ওয়াশরুমের ভেতরের দৃশ্যধারণ করছিলেন। তাঁর বোরকা ও মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

পুলিশের ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত এমন কাজ আগেও করেছেন কি না পুলিশ খতিয়ে দেখছে।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন