হোম > অপরাধ > ভারত

শপিংমলে নারীদের টয়লেটে গোপনে ভিডিও ধারণ, বোরকা পরা যুবক গ্রেপ্তার

ভারতের কেরালায় বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে ভিডিও ধারণ করায় ২৩ বছর বয়সী এক আইটি পেশাজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার কোচির লুলু শপিংমলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিটেক স্নাতক। তাঁকে অসৎ উদ্দেশ্যে গোপনে ছবি ও ভিডিও ধারণের অপরাধে ৩৫৪ (সি) ধারায় ও ছদ্মবেশ ধারণের কারণে আইপিসির ৪১৯ ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইনে ৬৬ই ধারায় গ্রেপ্তার করা হয়েছে। 

কেরালার কালামাসেরি পুলিশ থানার এক কর্মকর্তা বলেন, আদালত অভিযুক্তের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। 

পুলিশ বলছে, অভিযুক্ত ইনফো পার্কের এক আইটি ফার্মে কাজ করেন। তিনি বোরকা পরে নারীদের ওয়াশরুমে ঢুকে মোবাইল ফোনটি একটা ছোট বাক্সে রাখেন। দৃশ্যধারণের জন্য বাক্সে ক্যামেরা বরাবর একটি ছিদ্র করেন এবং তা ওয়াশরুমের দরজায় আটকে দেন। 

এরপর অভিযুক্ত ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। তাঁর সন্দেহজনক আচরণ খেয়াল করে শপিংমলের নিরাপত্তাকর্মী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত নারীর ছদ্মবেশে ছিলেন এবং মোবাইল ফোনে ওয়াশরুমের ভেতরের দৃশ্যধারণ করছিলেন। তাঁর বোরকা ও মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

পুলিশের ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত এমন কাজ আগেও করেছেন কি না পুলিশ খতিয়ে দেখছে।

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির

ভারতে ঘন কুয়াশায় ১০টি বাস–গাড়ির সংঘর্ষ, নিহত অন্তত ৪

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি