হোম > অপরাধ > ভারত

সুগন্ধি ব্যবসায়ীর বাড়িতে মিলল টাকার পাহাড়

ভারতের এক সুগন্ধি ব্যবসায়ীর বাড়িতে মিলল নগদ দেড় শ কোটি রুপি। অবশ্য কর কর্তৃপক্ষ এখনো সব টাকা গুনে শেষ করতে পারেনি। সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের (সিবিআইসি) চেয়ারম্যান বিবেক জোহরি বলছেন, সংস্থার ইতিহাসে সর্ববৃহৎ অবৈধ অর্থ উদ্ধারের ঘটনা এটি। 

আজ শুক্রবার সংবাদ সংস্থা এএনআই বিবেক জোহরির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে সুগন্ধি ব্যবসায়ী পীযূষ জৈনের মালিকানাধীন ভবন থেকে ১৫০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। 

অভিযানের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দুটি বড় ওয়ারড্রোব নগদ টাকায় ঠাসা। বান্ডিলগুলো কাগজ দিয়ে মোড়ানো এবং হলুদ টেপ দিয়ে সুরক্ষিত। ছবিতে দেখা যাচ্ছে, সিবিআইসি, আইটি বিভাগ ও গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা একটি কক্ষের মাঝখানে বিছানো চাদরে বসে আছেন, চারপাশে নগদ টাকা। নোট গণনার তিনটি মেশিনও দেখা যাচ্ছে। 

গত বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশ, গুজরাট ও মুম্বাইয়ের একাধিক ভবনে অভিযান শুরু হয়েছে। উত্তর প্রদেশের কানপুরে মেসার্স ত্রিমূর্তি ফ্র্যাগ্রেন্সের মালিকানাধীন একটি কারখানা থেকে এই অভিযানের শুরু। এই কারখানায় শিখর ব্র্যান্ডের পান-মসলা এবং অন্যান্য সুগন্ধি তামাকজাত পণ্য উৎপাদন করা হয়। 

কানপুরেও একটি পরিবহন সংস্থার মালিকানাধীন অফিস ও গুদামে অভিযান চালানো হয়। এর পরেই অভিযান চালানো হয় পীযূষ জৈনের ভবনে। 

জিএসটি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেসার্স ওডোকেম ইন্ডাস্ট্রিজের অংশীদারদের আবাসিক এলাকা...যারা সুগন্ধির কাঁচামাল সরবরাহ করত...সেসব স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

জিএসটি কর্মকর্তারা জানিয়েছেন, এই টাকাগুলো একটি পণ্য পরিবহন সংস্থার জাল চালান এবং ই-ওয়ে বিল ছাড়া পণ্যের সঙ্গে সংশ্লিষ্ট। ভুয়া প্রতিষ্ঠানের নামে এসব জাল চালান তৈরি করা হয়েছিল। এর সঙ্গে সংশ্লিষ্ট চারটি ট্রাক জব্দ করা হয়েছে।

ঠান্ডা পানিতে নামলেন না উদ্ধারকর্মী, ৭০ ফুট গভীর গর্তে যুবকের মৃত্যু

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি