হোম > অপরাধ > ভারত

আসামে ফের তেল কোম্পানির প্রকৌশলী অপহৃত

প্রতিনিধি

কলকাতা: আসামে ফের তেল ও গ্যাস কোম্পানির তিন কর্মীকে অপহরণ করল সন্দেহভাজন জঙ্গিরা। গতকাল মঙ্গলবার গভীর রাতে অপহৃত তিনজনের মধ্যে দুজন প্রকৌশলী। তাঁদের উদ্ধারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

আসামে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের কাজ ১৯৬০ সাল থেকে করছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। সংস্থাটি জানায়, আসামের সরাইদেও জেলার লাকুয়ার নিমুনাগড় জঙ্গলে কর্মরত তাদের তিন কর্মীকে অপহরণ করা হয়। সংস্থাটির জিপে করেই তাঁদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র অপহরণকারীরা। পরে নাগাল্যান্ড সীমান্তে জিপটি ফেলে যায় অপহরণকারীরা।

অপহৃতরা হলেন, মোহিনীমোহন গগৈ, অলোকেশ শইকিয়া ও বিতুল শইকিয়া। উত্তর–পূর্ব ভারতে সন্ত্রাসীরা অপহরণ করে প্রায়ই মুক্তিপণ আদায় করে থাকে। কিছুদিন আগে একইভাবে বেসরকারি সংস্থার দুই কর্মীকে অপহরণ করা হয়। তার রেশ কাটতে না কাটতেই তেল কোম্পানির তিন কর্মীকে অপহরণ করা হলো, যা নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় পুলিশ সুপার অমিতাভ সিনহা জানান, অপহরণের ধরন দেখে মনে হচ্ছে এর পেছনে উলফা (স্বাধীন) জঙ্গিরা রয়েছে। এরই মধ্যে আসাম পুলিশের তরফে নাগাল্যান্ড পুলিশকে সতর্ক করা হয়েছে। শুরু হয়েছে তল্লাশি অভিযানও।

তবে এখনো কোনো জঙ্গি সংগঠন এই অপহরণের দায় স্বীকার করেনি। উলফার পাশাপাশি এনএসসিএন (কে) জঙ্গিদেরও প্রশাসন সন্দেহের খাতার রেখেছে বলে জানা গেছে।

এদিকে ওএনজিসির পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যমে জানানো হচ্ছে।

এর আগে গত ২১ ডিসেম্বর আসামে কর্মরত বেসরকারি সংস্থা কুইপো-এর দুই কর্মী প্রণবকুমার গগৈ ও রাম কুমারকে অপহরণ করেছিল উলফা (স্বাধীন)। এর ১০৮ দিন পর গত ৫ এপ্রিল দুজনকেই ছেড়ে দেয় তারা। অপহরণের পর তাঁদের মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেলেও ছেড়ে দেওয়ার শর্ত সম্পর্কে এখনো জানা যায়নি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার