হোম > অপরাধ > ইউরোপ

সিসিলির কুখ্যাত মাফিয়া মেসিনা দেনারো মারা গেছে

ইতালির মোস্ট ওয়ান্টেড মাফিয়া বস মাতেও মেসিনা দেনারো মারা গেছেন। ইতালির কুখ্যাত কোসা নস্ত্রা মাফিয়া গ্রুপের এ প্রধানকে চলতি বছরের শুরুতে আটক করেছিল পুলিশ। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, ৬১ বছর বয়সী দেনারো চলতি বছরের জানুয়ারিতে আটক হওয়ার আগে ৩০ বছর পলাতক ছিলেন। 

গ্রেপ্তারের সময় তাঁর ক্যানসারের চিকিৎসা চলছিল। গত মাসে তাঁকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। 

দেনারোর বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। ১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভান্নি ফ্যালকন ও পাওলো বোরসেলিনো হত্যাকাণ্ডে জড়িত থাকাসহ বহু অপরাধের জন্য ২০০২ সালে তাঁর বিরুদ্ধে মামলা ও আজীবন কারাদণ্ড হয়েছিল। একসময় তিনি গর্ব করে বলেছিলেন, তাঁর হাতে খুন হওয়াদের লাশ দিয়ে ‘একটি সমাধিস্থল’ ভর্তি করা সম্ভব। 

অপরাধমূলক চক্র কোসা নস্ত্রার হয়ে চোরাচালান, বেআইনি বর্জ্য নিষ্কাশন, অর্থ পাচার এবং মাদকপাচারের সঙ্গে জড়িত ছিলেন দেনারো। 

১৯৯৩ সাল থেকে পলাতক থাকলেও মেসিনা দেনারো বিভিন্ন গুপ্ত স্থান থেকে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। 

ইতালির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত শুক্রবার দেনারো মধ্য ইতালির লা’কুইলা শহরের একটি হাসপাতালে কোমায় চলে যান। গত কয়েকমাসে ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর বেশ কয়েকটি অস্ত্রপচার করা হয়েছিল। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। 

লা’কুইলার মেয়র পিয়েরলুইগি বিওন্দি দেনারোর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। এক্স প্ল্যাটফর্মে (টুইটার) তিনি পোস্ট করে বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে অনুশোচনা ও খেদহীন এক জীবনের সমাপ্তি, যা আমরা কখনো মুছে ফেলতে পারবো না।’ 

ধারণা করা হয়, দেনারোই ছিলেন কোসা নস্ত্রার শেষ ‘গোপনীয়তা রক্ষাকারী’। অনেক গোয়েন্দা কর্মকর্তা এবং আইনজীবীর মতে, দেনারোর কাছে মাফিয়া দ্বারা সংঘটিত বেশ কয়েকটি আলোচিত অপরাধের সঙ্গে জড়িতদের নাম ছিল। 

তাঁর গ্রেপ্তারের সঙ্গে একশরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য সম্পৃক্ত ছিলেন। গ্রেপ্তারের সময় দেনারো সিসিলির পালেরমোতে কেমোথেরাপি নিচ্ছিলেন।

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া