হোম > অপরাধ > ইউরোপ

‘যৌনতাপূর্ণ ছবির’ জন্য টাকা দিতেন বিবিসি উপস্থাপক, তা দিয়ে ‘কোকেনের নেশা চলত’ কিশোরীর

বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের পাশাপাশি উপস্থাপককে সাময়িক বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ওই পুরুষ উপস্থাপক কয়েক হাজার পাউন্ড দিয়ে ১৭ বছর বয়সী কিশোরীর যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।

এখন ২০ বছর বয়সী ওই মেয়েটির মা বিবিসি কর্তৃপক্ষের কাছে বলেছেন, তাঁর মেয়ে উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেনের নেশা মেটাত।

তিন বছরের মধ্যে মেয়ে কীভাবে ‘হাসিখুশি-ভাগ্যবতী তরুণী থেকে ভূতের মতো নেশাখোরে’ পরিণত হয়েছেন, তার ব্যাখ্যা বিবিসির কাছে দিয়েছেন ওই মা।

গতকাল রোববার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷

তবে এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি তারা জানে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পদক্ষেপ নিতে আরও তথ্য প্রয়োজন৷

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন ওই উপস্থাপক। গত ১৯ মে ওই তরুণীর মা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানান।

অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাটিকে ‘মারাত্মক উদ্বেগের’ বলে মন্তব্য করেন।

এক টুইটে লুসি ফ্রেজার বলেন, ‘ডেভিড (বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাঁরা দ্রুত তদন্ত করবেন।’

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট