হোম > অপরাধ > ইউরোপ

‘যৌনতাপূর্ণ ছবির’ জন্য টাকা দিতেন বিবিসি উপস্থাপক, তা দিয়ে ‘কোকেনের নেশা চলত’ কিশোরীর

বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের পাশাপাশি উপস্থাপককে সাময়িক বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ওই পুরুষ উপস্থাপক কয়েক হাজার পাউন্ড দিয়ে ১৭ বছর বয়সী কিশোরীর যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।

এখন ২০ বছর বয়সী ওই মেয়েটির মা বিবিসি কর্তৃপক্ষের কাছে বলেছেন, তাঁর মেয়ে উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেনের নেশা মেটাত।

তিন বছরের মধ্যে মেয়ে কীভাবে ‘হাসিখুশি-ভাগ্যবতী তরুণী থেকে ভূতের মতো নেশাখোরে’ পরিণত হয়েছেন, তার ব্যাখ্যা বিবিসির কাছে দিয়েছেন ওই মা।

গতকাল রোববার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷

তবে এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি তারা জানে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পদক্ষেপ নিতে আরও তথ্য প্রয়োজন৷

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন ওই উপস্থাপক। গত ১৯ মে ওই তরুণীর মা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানান।

অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাটিকে ‘মারাত্মক উদ্বেগের’ বলে মন্তব্য করেন।

এক টুইটে লুসি ফ্রেজার বলেন, ‘ডেভিড (বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাঁরা দ্রুত তদন্ত করবেন।’

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড