হোম > অপরাধ > ইউরোপ

ব্রিটেনের বার্মিংহামে বাগান থেকে চুরি যাচ্ছে বাংলাদেশি ডাটা শাক

মহামারির মধ্যে যুক্তরাজ্যের বার্মিংহামে এক অদ্ভুত ঘটনা ঘটছে। এই এলাকার ইয়ার্ডলি গ্রিন অ্যালোটমেন্টে বেশ কয়েকটি কৃষি প্লট রয়েছে। এগুলো মূলত বয়স্ক এবং পেনশনভোগীদের মালিকানাধীন। অনেকে ৩০ বছরের বেশি সময় ধরে প্লটে চাষাবাদ করে আসছেন। 

এসব প্লটে গত বছরের জুন থেকেই একের পর এক চুরির ঘটনা ঘটছে। চুরি যাচ্ছে মূলত বাংলাদেশি ডাটা শাক। দেশের দক্ষিণ–পশ্চিম ও উত্তর–পূর্ব অঞ্চলে এই সবজিকে বলে ডেঙ্গা। যুক্তরাজ্যে সিলেটিদের আধিক্য থাকায় এই ডাটা শাক সেখানে ডেঙ্গা নামেই সমধিক পরিচিত। বাংলাদেশি ডিশ হিসেবে জনপ্রিয়ও বেশ। 

স্থানীয় সংবাদমাধ্যম বার্মিংহাম মেইলের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিক পর্যন্ত অন্তত ৮০ কেজি ডাটা শাক বাগান থেকে চুরি গেছে। শুধু তাই নয়, বর্ডেসলি গ্রিন এলাকা থেকে চুরি গেছে ৩ হাজার পাউন্ড সমমূল্যের কৃষি যন্ত্রপাতি। চুরি ঠেকাতে প্লটের মালিকেরা এখন সবজি বাগান পাহারা দিতে শুরু করেছেন। 

ব্রিটেনের বার্মিংহামে সাধারণত বড় জাতের ডাটা শাক চাষ করা হয়। এক একটি ডাটা শাকের উচ্চতা ৩০ ফুট পর্যন্ত হয়। এগুলো চাষ করা হয় গ্রিন হাউসে। চারা রোপণের তিন মাস পর ফসল সংগ্রহ করা হয়। গ্রিন হাউসে চাষ করলে এই সবজি বেশ নরম ও সুস্বাদু হয়। 

স্থানীয়রা জানান, এখানে প্রথম চুরির ঘটনা ঘটে গত বছরের জুনে। তবে চলতি বছরের জুলাই–আগস্টে চুরি বেড়ে গেছে। ফলে চোর ধরতে বাগান মালিকেরা পালা করে পাহারা দিতে শুরু করেছেন। বাগান মালিকেরা বিষয়টি ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশকে জানিয়েছেনও। 

একজন সবজি চাষি জানান, অ্যালটমেন্ট কাউন্সিল কমিটির সিদ্ধান্তে তাঁরা গত ২৩ জুলাই চোরকে হাতেনাতে ধরতে রাতভর পাহারা দিয়েছিলেন। তিনি বলেন, গত দুই মাস যাবৎ এখানে চুরি বেড়েছে। এখানে চাষিদের জন্য এটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাঁরা এই বাগানের পেছনে প্রচুর শ্রম ও সময় ব্যয় করেন। 

বর্ডেসলি গ্রিন নেইবারহুড পুলিশিং টিমের সার্জেন্ট মার্ক প্যাক্সটন বলেন, আমরা সবজি চুরির বিষয়ে জেনেছি। এখানে কৃষি যন্ত্রপাতি এবং ফলমূলও চুরি যাচ্ছে। যারা এখানে অনেক পরিশ্রম করে সবজি ফলান তাঁদের জন্য ব্যাপারটা কতখানি হতাশাজনক তা আমরা বুঝি। আমরা বিষয়টি দেখছি। 

তিনি বলেন, আমার ধারণা, ভুক্তভোগী সবাই আমাদের কাছে অভিযোগ করছেন না। অর্থাৎ বহু ঘটনার কোনো রিপোর্টই পুলিশের কাছে আসছে না।

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিতে যুক্তরাষ্ট্র–ইইউ সম্পর্কে নজিরবিহীন অবনতি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড