হোম > অপরাধ > ইউরোপ

ছারপোকা তাড়ানোর নামে বিপুল টাকা হাতিয়ে ফ্রান্সে আটক ২

ছারপোকা তাড়ানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফ্রান্সে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দুই ব্যক্তি ছারপোকা তাড়ানোর কথা বলে বয়োজ্যেষ্ঠদের প্রতারিত করে হাজার হাজার ইউরো হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির। 

ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা নকল কীটনাশক সরঞ্জাম নিয়ে ভুক্তভোগীদের বাড়ি বাড়ি যায় এবং ছারপোকা তাড়ানোর কথা বলে বাড়তি অর্থ আদায় করে। মোট ৪৮ জনের সঙ্গে এ প্রতারণা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ৯০ বছরের বেশি বয়সী নারী। 

সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। ছারপোকার এ উপদ্রব ফ্রান্সজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকার এ সমস্যা সমাধানের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। কীটতত্ত্ববিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে এ উপদ্রব বাড়ার কারণে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীদের ফোন করে বলেন, তাঁদের আশপাশে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তার বেশ ধরে তাঁরা ভুক্তভোগীদের বাড়ি যেতেন এবং অ্যারোসল স্প্রে করে ধোঁয়ার সাহায্যে জীবাণুমুক্ত করার ভান করতেন। 

বাড়ি বাড়ি যাওয়ার আগে তাঁরা নিজের শরীরে এক ধরনের মলম লাগিয়ে বলেন, এ ওষুধ শরীরে ব্যবহার করলে কীটপতঙ্গ দূরে থাকে। অনুসন্ধানে দেখা গেছে, মলমটি আসলে ইউক্যালিপটাসের ঘ্রাণ সমৃদ্ধ সাধারণ একটি ক্রিম।  

ছারপোকা তাড়ানোর মিথ্যা নাটক করে তাঁরা ভুক্তভোগীদের কাছ থেকে ৩০০ থেকে ২ হাজার ১০০ ইউরো (৩২৩ ডলার থেকে ২২৬২ ডলার) হাতিয়ে নিতেন।

পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মোট নয়টি অভিযোগ দায়ের করা হয়েছে। 

সন্দেহের তালিকায় থাকা এ দুই ব্যক্তির ওপর নজরদারি করা হয় এবং স্ট্রাসবুর্গে এক ভুক্তভোগীর বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁদের আটক করা হয়।  

প্যারিসে ছারপোকার এ উপদ্রবের কারণে তা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে লন্ডনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট