হোম > অপরাধ > ইউরোপ

৩০ বছর ধরে পলাতক ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা গ্রেপ্তার

প্রায় ৩০ বছর পলাতক থাকা ইতালির শীর্ষ মাফিয়া ম্যাতেও মেসিনা দেনারোকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। 

বিবিসির খবরে বলা হয়, ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির তালিকায় নাম আছে ম্যাতেও মেসিনা দেনারোর। ৩০ বছর ধরে ওই মাফিয়াকে ধরার চেষ্টা করছিল ইতালির পুলিশ। কিন্তু লোকটি আসলে দেখতে কেমন, তার কোনো নির্ভুল তথ্য তাদের হাতে ছিল না। 

ইতালির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মেসিনা ক্যানসারে আক্রান্ত। কেমোথেরাপি নিতে ভুয়া নামে পালেরমোর ওই হাসপাতালে যেতেন তিনি। তাঁকে গ্রেপ্তার করতে যে অভিযান চালানো হয়, তাতে সশস্ত্র বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন। গ্রেপ্তারের পর মেসিনাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 

কুখ্যাত কোসা নোস্ত্রা মাফিয়া দলের প্রধান মেসিনার বিরুদ্ধে অসংখ্য হত্যার অভিযোগ রয়েছে। হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ২০০২ সালে পলাতক অবস্থায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মেসিনা নিজেই একবার বলেছিলেন, তিনি যত মানুষকে হত্যা করেছেন, তাঁদের দিয়ে একটি কবরস্থান ভরিয়ে ফেলা যাবে। 

১৯৯২ সালে মাফিয়াবিরোধী দুজন সরকারি কৌঁসুলি, ১৯৯৩ সালে মিলান, রোম ও ফ্লোরেন্স শহরে প্রাণঘাতী বোমা হামলা এবং মাফিয়া থেকে রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী হওয়া এক ব্যক্তির ১১ বছরের ছেলেকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ইতালির আদালতে মেসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ