হোম > অপরাধ > ইউরোপ

এবার কোরআন পোড়ানো হলো ডেনমার্কে, ইরাকে বিক্ষোভ 

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাক দূতাবাসের সামনে গতকাল সোমবার ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছেন ‘ড্যানিশ প্যাট্রিয়ট’ গ্রুপের দুই বিক্ষোভকারী। এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্তৃপক্ষকে বাকস্বাধীনতা এবং বিক্ষোভের অধিকারের সুরক্ষার বিষয়টি অবিলম্বে আরও একবার ভেবে দেখার আহ্বান জানিয়েছে। 

বাগদাদে অবস্থিত ডেনমার্ক দূতাবাসের ডেনিশ স্টাফ দেশ ছেড়েছেন বলেও জানিয়েছে ইরাক। যদিও ডেনমার্ক বলছে, তারা ইরাক থেকে দূত প্রত্যাহার করেনি। 

এর আগে গত মাসের শেষ দিকে সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছিল। 

কোপেনহেগেনে সোমবার কোরআন পোড়ানো দুই বিক্ষোভকারী নিজেদের ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ বলে দাবি করেছেন। যাঁরা গত সপ্তাহে একই ধরনের বিক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পুরোটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে দেখিয়েছেন। 

দুই ব্যক্তির কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, কতিপয় ব্যক্তির এমন উদ্দেশ্যপ্রণোদিত ও ঘৃণ্য কাজ ড্যানিশ সরকারের নীতির মধ্য পড়ে না। 

দুই নর্ডিক দেশের কোরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাগদাদে কয়েক হাজার ইরাকি বিক্ষোভ সমাবেশ করেছেন। 

এর আগে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বাগদাদদে সুইডিশ দূতাবাস হামলার শিকার হয়। এরপর সুইডেনের রাষ্ট্রদূত বাগদাদ ছাড়তে বাধ্য হন।

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না