হোম > অপরাধ > ইউরোপ

ভাগনারকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করল যুক্তরাজ্য

রাশিয়ার ভাড়াটে সৈন্যদের গ্রুপ ভাগনারকে সন্ত্রাসী সংগঠন ঘোষণ করা করেছে যুক্তরাজ্য। সংগঠনটিকে নিষিদ্ধ করতে গতকাল বুধবার টেররিজম অ্যাক্ট-২০০০ এর অধীনে ব্রিটিশ পার্লামেন্টে খসড়া প্রস্তাব তোলা হয়েছে।

যুক্তরাজ্যের সরকারি অনলাইন পোর্টালে বলা হয়েছে, এটি পার্লামেন্টে অনুমোদিত হলে ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তখন গ্রুপটির সদস্য হওয়া ও একে সমর্থন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। তা লঙ্ঘনে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের উদ্ধৃতি দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ভাগনার একটি সহিংস ও ধ্বংসাত্মক গোষ্ঠী। লুটপাট, নির্যাতন এবং বর্বর হত্যাকাণ্ডে জড়িত ছিল এই গ্রুপ। ভ্লাদিমির পুতিনের সামরিক হাতিয়ার হিসেবে কাজ করেছে তারা। পুতিনের শাসনব্যবস্থা যে দানবকে সৃষ্টি করেছে, এখন সময় এসেছে এর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। ক্রেমলিনের রাজনৈতিক লক্ষ্য পূরণে ভাগনারের অস্থিতিশীল কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ভাগনার গ্রুপকে নিষিদ্ধ করা হলে বাড়াতে সৈন্যদের এই দলটি চলে যাবে আল কায়েদা, আইএস এর সঙ্গে একই কাতারে। কোনো সংগঠন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকলে টেররিজম অ্যাক্টের অধীনে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে নিষিদ্ধ করতে পারেন। সুয়েলা ব্রেভারম্যান বলেন, সোজা কথায়, তারা সন্ত্রাসী। ইউক্রেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তাদের কর্মকাণ্ড বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

আফ্রিকায় ভাগনার গ্রুপের বিরুদ্ধে হত্যা এবং নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সেই অপরাধে ভাগনারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে গত জুলাইয়ে যুক্তরাজ্য ১৩ জন ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছিল যুক্তরাজ্য।

মস্কোর উত্তর-পশ্চিমে গত মাসে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। রুশ প্রতিরক্ষা বাহিনী এবং পুতিনের নিজস্ব বৃত্তের বিরুদ্ধে স্বল্পস্থায়ী বিদ্রোহে ভাগনার গ্রুপকে নেতৃত্ব দেওয়ার দুই মাসের মাথায় তাঁর মৃত্যু ঘটে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট