হোম > অপরাধ > ইউরোপ

মরেই গেলেন ডাচ অনুসন্ধানী সাংবাদিক আর ডি ভ্রিজ

নয় দিনের লড়াইটা বিফলে গেল। মরেই গেলেন নেদারল্যান্ডসের বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক পিটার আর ডি ভ্রিজ (৬৪)। আমস্টারডামের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। ভ্রিজের পরিবারের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভ্রিজের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পিটার শেষ পর্যন্ত লড়াই করেছিলেন, কিন্তু লড়াইয়ে জিততে পারেননি। পছন্দের মানুষদের ঘিরে থাকার মধ্যেই তিনি মারা গেছেন।’ বিবৃতিতে ভ্রিজের একটি উক্তি 'বাঁকানো হাঁটুতে মুক্ত হওয়ার উপায় নেই' উদ্ধৃতি করে বলা হয়—বিশ্বাসের মধ্য দিয়ে বেঁচে থাকবেন ভ্রিজ। তাঁর ছেলে রইস ডি ভ্রিজ লিখেছেন, 'সবচেয়ে খারাপ দুঃস্বপ্নটি সত্য হয়েছে।'

ভ্রিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। এক টুইট বার্তায় তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার আশ্বাসও দেন।

জানা যায়, ৬ জুলাই সন্ধ্যায় দেশটির জাতীয় টেলিভিশন এনওএসের একটি টক শো শেষে ফেরার পথে আমস্টারডামের সড়কে তাঁর ওপর এ হামলা হয়। কাছ থেকে তাঁকে পাঁচটি গুলি করা হয়েছে, মাথায়ও গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 

এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অপরাধ, অপরাধীদের মুখোশ খুলে দেওয়ায় বহু দিন ধরেই অপরাধীদের টার্গেটে ছিলেন ভ্রিজ। ২০১৯ সালেও পুলিশ তাঁকে সতর্ক করে, 'আপনি নেদারল্যান্ডসের দুর্ধর্ষ অপরাধীদের তালিকায় শীর্ষে রয়েছেন।’ 

বিবিসির এ–সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, পিটার আর ডি ভ্রিজ ডাচ আন্ডারওয়ার্ল্ডের খবর প্রকাশের জন্য একজন জনপ্রিয় অনুসন্ধানী প্রতিবেদক। ২০০৫ সালে আরুবায় কিশোর নাটালি হোলোয়ের নিখোঁজ হওয়ার প্রতিবেদন করায় ২০০৮ সালে ডি ভ্রিজ সাম্প্রতিক ঘটনা বিভাগে আন্তর্জাতিক অ্যামি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। ১৯৮৩ সালে বিয়ার ম্যাগনেট ফ্রেডি হেইনকেনসহ বেশ কয়েকটি আলোচিত অপহরণের অনুসন্ধান করেছেন। তিনি প্রায়ই নানা অপরাধের বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিতেন।

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা