হোম > অপরাধ > ঢাকা

ব্যবসায়ীদের এলসি খুলে দেওয়ার নামে প্রতারণা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইন প্রতারণা ও বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের লেটার অব ক্রেডিট (এলসি) খুলে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার  রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন আরিফ আবেদীন ওরফে জিসান (৪৪), অনিক হোসেন (২৮), শাওন আহম্মেদ (২৭) ও মো. নাসিম খান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বুধবার বিকেলে র‍্যাব-১০–এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির শোয়েব বলেন, রাজধানী বনানী থানার মহাখালী এলাকায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত কবির শোয়েব জানান, চক্রটি ডলার সংকটের কথা বলে বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য কেনার জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে এলসি/টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমনকি এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের প্রতারণা করে আসছিল। তাঁরা ভুয়া বিল তৈরি এবং অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিলেন।

আটককৃতরা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না