হোম > অপরাধ > ঢাকা

ব্যবসায়ীদের এলসি খুলে দেওয়ার নামে প্রতারণা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইন প্রতারণা ও বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের লেটার অব ক্রেডিট (এলসি) খুলে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার  রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন আরিফ আবেদীন ওরফে জিসান (৪৪), অনিক হোসেন (২৮), শাওন আহম্মেদ (২৭) ও মো. নাসিম খান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বুধবার বিকেলে র‍্যাব-১০–এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির শোয়েব বলেন, রাজধানী বনানী থানার মহাখালী এলাকায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত কবির শোয়েব জানান, চক্রটি ডলার সংকটের কথা বলে বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য কেনার জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে এলসি/টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমনকি এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের প্রতারণা করে আসছিল। তাঁরা ভুয়া বিল তৈরি এবং অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিলেন।

আটককৃতরা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট