হোম > অপরাধ > ঢাকা

ব্যবসায়ীদের এলসি খুলে দেওয়ার নামে প্রতারণা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইন প্রতারণা ও বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের লেটার অব ক্রেডিট (এলসি) খুলে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার  রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন আরিফ আবেদীন ওরফে জিসান (৪৪), অনিক হোসেন (২৮), শাওন আহম্মেদ (২৭) ও মো. নাসিম খান (২৮)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি ল্যাপটপ ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ বুধবার বিকেলে র‍্যাব-১০–এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব এসব তথ্য নিশ্চিত করেছেন।

এনায়েত কবির শোয়েব বলেন, রাজধানী বনানী থানার মহাখালী এলাকায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত কবির শোয়েব জানান, চক্রটি ডলার সংকটের কথা বলে বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য কেনার জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্টে এলসি/টিটির টাকা পাঠানোর নামে ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এমনকি এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের প্রতারণা করে আসছিল। তাঁরা ভুয়া বিল তৈরি এবং অবৈধ বিটকয়েনের ব্যবসা করে আসছিলেন।

আটককৃতরা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের হস্তান্তর করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪