হোম > অপরাধ > ঢাকা

সাভারে চাঁদা না পেয়ে মূর্তি তৈরির কারখানায় হামলা, প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে চাঁদা না দেওয়ায় একটি মূর্তি তৈরির কারখানায় হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নামাবাজারের মুড়ি পট্টিতে এ ঘটনা ঘটে। 
খবর পেয়ে সাভার থানা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারখানার মালিক দীনেশ চন্দ্র পাল বলেন, গত সোমবার রাত ৭টার দিকে কালাম নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁর কারখানায় গিয়ে ১ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি (কালাম) উত্তেজিত হয়ে কারখানার ভেতরে ঢুকে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেন। এর পর নানা হুমকি দিয়ে চলে যান।

দীনেশ আরও বলেন, ১৫ দিন আগেও কালাম তাঁর কারখানায় গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তখনো কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছিলেন। গত সোমবারের ঘটনার পর বিষয়টি তিনি সাভার থানাকে অবহিত করেছেন। 
মুড়ি পট্টিতে মূর্তি তৈরির বেশ কয়েকটি কারখানা রয়েছে। এসব কারখানায় সারা বছরই প্রতিমা তৈরির কাজ চলে। এখন দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা ভাঙচুরের ঘটনার পর থেকে এসব কারখানার কারিগরেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

অপর এক কারখানার মালিক রিপন পাল বলেন, কালাম একজন মাদকাসক্ত ব্যক্তি। নেশার টাকার জন্য প্রায়ই তাঁদের কারখানায় গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে উত্তেজিত হয়ে গালিগালাজ করেন।

সাভার থানার পরিদর্শক (ইন্টেলিজেন্ট) মাকারিয়াস দাস বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর সরেজমিনে বিষয়টি তদন্ত করা হয়েছে। কালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে