হোম > অপরাধ > ঢাকা

সাভারে চাঁদা না পেয়ে মূর্তি তৈরির কারখানায় হামলা, প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে চাঁদা না দেওয়ায় একটি মূর্তি তৈরির কারখানায় হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নামাবাজারের মুড়ি পট্টিতে এ ঘটনা ঘটে। 
খবর পেয়ে সাভার থানা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারখানার মালিক দীনেশ চন্দ্র পাল বলেন, গত সোমবার রাত ৭টার দিকে কালাম নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাঁর কারখানায় গিয়ে ১ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তিনি (কালাম) উত্তেজিত হয়ে কারখানার ভেতরে ঢুকে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেন। এর পর নানা হুমকি দিয়ে চলে যান।

দীনেশ আরও বলেন, ১৫ দিন আগেও কালাম তাঁর কারখানায় গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তখনো কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছিলেন। গত সোমবারের ঘটনার পর বিষয়টি তিনি সাভার থানাকে অবহিত করেছেন। 
মুড়ি পট্টিতে মূর্তি তৈরির বেশ কয়েকটি কারখানা রয়েছে। এসব কারখানায় সারা বছরই প্রতিমা তৈরির কাজ চলে। এখন দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। প্রতিমা ভাঙচুরের ঘটনার পর থেকে এসব কারখানার কারিগরেরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

অপর এক কারখানার মালিক রিপন পাল বলেন, কালাম একজন মাদকাসক্ত ব্যক্তি। নেশার টাকার জন্য প্রায়ই তাঁদের কারখানায় গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে উত্তেজিত হয়ে গালিগালাজ করেন।

সাভার থানার পরিদর্শক (ইন্টেলিজেন্ট) মাকারিয়াস দাস বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর সরেজমিনে বিষয়টি তদন্ত করা হয়েছে। কালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯