পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম (২৫) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রফিকুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের সালুয়াদি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আত্মহত্যায় প্ররোচনার একটি মামলায় রফিকুল ইসলামকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা দেন আদালত। সাজা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এতে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, আত্মহত্যা প্ররোচনার ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে ৫ বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন রফিকুল ইসলাম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।