হোম > অপরাধ > ঢাকা

পাকুন্দিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রফিকুল ইসলাম (২৫) নামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের সালুয়াদি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আত্মহত্যায় প্ররোচনার একটি মামলায় রফিকুল ইসলামকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার সাজা দেন আদালত। সাজা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এতে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিমুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, আত্মহত্যা প্ররোচনার ঘটনায় দায়ের করা মামলায় আদালত থেকে ৫ বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন রফিকুল ইসলাম। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান