হোম > অপরাধ > ঢাকা

টিভি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হক অহন ও ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারের ওপর হামলা ঘটনায় মামলা হয়েছে। সৈকত ইসলাম বাবু নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে সৈকত গ্রেপ্তার করা হয়। 

হামলার শিকার আল আমিন হক বলেন, ‘বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করার চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে আমাকে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর।’ 

তিনি বলেন, ‘আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ওসিকে জানান হলে তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশনে যান। এ বিষয়ে আমি বাদী হয়ে একটি মামলাও করেছি।’

রূপগঞ্জ থানার ওসি এএফএম ছায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী ওই সাংবাদিক থানায় এসে অভিযোগ করার কিছুক্ষণের মধ্যে সৈকত নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

তিনি বলেন, ‘রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে হামলার শিকার যমুনা টিভির রিপোর্টার আল আমিন হক এই ঘটনায় একটি মামলাও করেছেন।’ 

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ