হোম > অপরাধ > ঢাকা

চোরাই মোবাইলের সেটিংস পরিবর্তনকে কেন্দ্র করে প্রবাসী হত্যার ঘটনায় গ্রপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্বশত্রুতার জেরে প্রবাসী মাহবুব হোসেন (২৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাদ্দাম হোসেনকে (২২) চট্টগ্রামের হাটহাজারী থানার চারতি নোয়াহাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

নিহত মাহবুব হোসেন ওমানে প্রবাসী ছিলেন। করোনাকালে তিনি দেশে চলে আসেন। পরে বাবার চায়ের দোকানে সময় দিতেন।

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডের বেশ কয়েক দিন আগে সাদ্দাম একটি স্যামসাং মোবাইল নিয়ে মাহবুবের কাছে আসেন। এরপর ফোনটির সেটিংস পরিবর্তন করে দেওয়ার জন্য বলেন। কিন্তু সাদ্দামের পারিবারিক অবস্থা দেখে মাহবুব এটাকে চোরাই মোবাইল বলে ধারণা করেন। পরে মাহবুর সেটিংস পরিবর্তন না করে দিয়ে ঘুরাতে থাকেন। এমন করে বেশ কয়েক দিন যাওয়ার পর তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে মাহবুবকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর সকাল ১০টায় ধন্যপুরে মাহবুবকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর মরদেহ লুকানোর জন্য টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে দেখে ফেলেন। পরে মরদেহ ফেলে পালিয়ে যান সাদ্দাম। ওই দিন নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম (২৩) থানায় মামলা করেন। পরে এ ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি