হোম > অপরাধ > ঢাকা

এবার আদাবর থেকে তিন বোন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকার একটি বাসা থেকে একই সঙ্গে আপন তিন বোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন সাজিদ নওরিন নামের এক নারী।

গতকাল বৃহস্পতিবার নওরিনের বোনের তিন মেয়ে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (ডিজি) ( নং-৮৭৫) করেছেন। জিডির বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান।

সাধারণ ডায়েরির বিষয়ে শাহেদুজ্জামানন বলেন, নিখোঁজ তিন বোন শেখেরটেক এলাকায় তাদের ছোট খালার বাসায় থেকে পড়াশোনা করত। তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী ও অপর আরেক জন দশম শ্রেণির শিক্ষার্থী। আমরা কাজ করছি। কিন্তু কেউ সঙ্গে মোবাইল ফোন নেয়নি। 

শাহেদুজ্জামান আরো বলেন, নিখোঁজ তিন জন খালার বাসায় থেকে পড়াশোনা করতেন। তাদের মা বেঁচে নেই। বাবা আরেকটি বিয়ে করে আলাদা থাকে। আমরা তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছি।

এ বিষয়ে কোনো মামলা হবে কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় জিডি হয়েছে। পরিবার কার বিরুদ্ধে মামলা করবে? তিনজনের কেউ মোবাইল ফোন নিয়ে যায়নি। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

সাধারণ ডায়েরিতে নিখোঁজ তিন বোনের খালা সাজিদ নওরিন উল্লেখ করেন, তাঁর বড় বোন মৃত তামনিম আরা চৌধুরী, স্বামী রফিকুল ইসলাম এর তিন কন্যা মোসা. রোকেয়া আরা (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬) আমার বাসায় থেকে পড়াশোনা করত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে তিন বোন বের হয়ে যায়।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব