হোম > অপরাধ > ঢাকা

ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি

আশিকুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে মেস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে আজিমপুরের একটি মেস থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়। এমনটিই জানিয়েছেন আশিকুরের রুমমেট মো. মুহসিন। 

মুহসিন বলেন, ‘আমি আর আশিকুর একই মেসে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’ তিনি বলেন, ‘হিজবুত তাহরির সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাঁকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’

তবে ডিবির লালবাগ বিভাগের ডিসি রাজীব আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম এরকম কোনো অপারেশন করেনি।’

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো অপারেশন করা হয়নি। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রক্রিয়ায় আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি। রাষ্ট্রীয় কোনো কারণে যদি আমাদের শিক্ষার্থীকে তুলে নেওয়া হয় আর সে যদি নিরীহ হয়, তাহলে হয়রানির শিকার যেন হতে না হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানব।’

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন