হোম > অপরাধ > ঢাকা

ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি

আশিকুর রহমান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে মেস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে আজিমপুরের একটি মেস থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হয়। এমনটিই জানিয়েছেন আশিকুরের রুমমেট মো. মুহসিন। 

মুহসিন বলেন, ‘আমি আর আশিকুর একই মেসে থাকি। রাতে আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যায়।’ তিনি বলেন, ‘হিজবুত তাহরির সঙ্গে আশিকুরের কোনো সম্পর্ক নেই। কেন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে বলা হয়, তাঁকে জিজ্ঞেস করে ছেড়ে দেওয়া হবে।’

তবে ডিবির লালবাগ বিভাগের ডিসি রাজীব আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের টিম এরকম কোনো অপারেশন করেনি।’

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই এলাকায় আমাদের কোনো অপারেশন করা হয়নি। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমাদের প্রক্রিয়ায় আমরা বিষয়টা খোঁজ নিচ্ছি। রাষ্ট্রীয় কোনো কারণে যদি আমাদের শিক্ষার্থীকে তুলে নেওয়া হয় আর সে যদি নিরীহ হয়, তাহলে হয়রানির শিকার যেন হতে না হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানব।’

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ