হোম > অপরাধ > ঢাকা

বখাটেদের উৎপাতে ছাত্রীর আত্মহত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে লামিয়া (১৬) নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুই দিন পর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

১ মার্চ দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার রাতে দুই বখাটের নাম উল্লেখ করে মামলা করেন আব্দুর রহিম। 

অভিযুক্তরা হলেন কানাইনগর এলাকার পিয়ার আলীর ছেলে মাহিন ওরফে মোহন (২৩), তাঁর সহযোগী আল আমিন। 

লামিয়া কানাইনগর সোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

লামিয়ার বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে লামিয়াকে মোহন, আল আমিনসহ চার-পাঁচজন বখাটে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত, কুপ্রস্তাব দিত। ১ মার্চ দুপুরে স্কুল থেকে ফেরার পথে শারীরিকভাবে হেনস্তা করার চেষ্টা করে মোহন। একপর্যায়ে দৌড়ে বাসায় চলে আসে সে। বখাটে মোহন দলবল নিয়ে আমাদের বাড়িতে আসে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। লজ্জায়, অপমানে দুপুরেই গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার পরও বখাটেদের অত্যাচার থামেনি। পরে স্থানীয়দের সহায়তায় থানায় গিয়ে মামলা করেছি।’ 

এ বিষয়ে ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘যেকোনো সময় পুলিশের সহযোগিতা চেয়ে ৯৯৯-এ ফোন করতে পারতেন ভুক্তভোগীরা। কিন্তু ঘটনার সময় তাঁরা কেউই সহযোগিতা চাননি। বিষয়টি দুঃখজনক। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’ 

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক