হোম > অপরাধ > ঢাকা

২৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. সবুজ। 

ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের পূর্ব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানের একপর্যায়ে বসুন্ধরার ২১ নং রোডের একটি বাসার সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুজন পালানোর চেষ্টা করে। এ সময় সবুজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে ৪০০০ পিস ইয়াবা পাওয়া যায়। 

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘সবুজকে জিজ্ঞাসাবাদে সে আরও ইয়াবার কথা স্বীকার করে। তখন তাঁকে নিয়ে বসুন্ধরার একটি বাসায় অভিযান পরিচালনা করে বাথরুমের ফলস ছাদের ওপর থেকে আরও ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।’ 

সবুজের নামে ভাটারা থানায় দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের