হোম > অপরাধ > ঢাকা

অভাবের তাড়নায় কৃষকের আত্মহত্যার অভিযোগ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে অভাবের তাড়নায় শাহ আলী (৪৮) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। শাহ আলী উপজেলার বাজুনগর এলাকার মৃত আয়াত আলীর ছেলে। 

নিহতের ছেলে সিফাত বলেন, আমার বাবা সামান্য কৃষক। দীর্ঘদিন ধরে তাঁর কাজকর্ম ছিল না। সংসারে অভাব লেগে থাকায় সবসময় দুশ্চিন্তা করতেন। সোমবার রাতে ঘুমানোর আগে সবার অগোচরে বিষপান করেন। মধ্যরাতে বমি করতে থাকলে আমরা তাঁর মুখে বিষের গন্ধ পাই। রাতেই তাঁকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আত্মহত্যার খবর পেয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেলেই বন্দর থানায় অপমৃত্যুর মামলা করেছেন শাহ আলীর ছেলে সিফাত। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করলেন তা জানার জন্য তদন্ত চলছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন