নারায়ণগঞ্জের বন্দরে অভাবের তাড়নায় শাহ আলী (৪৮) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করেন তিনি। শাহ আলী উপজেলার বাজুনগর এলাকার মৃত আয়াত আলীর ছেলে।
নিহতের ছেলে সিফাত বলেন, আমার বাবা সামান্য কৃষক। দীর্ঘদিন ধরে তাঁর কাজকর্ম ছিল না। সংসারে অভাব লেগে থাকায় সবসময় দুশ্চিন্তা করতেন। সোমবার রাতে ঘুমানোর আগে সবার অগোচরে বিষপান করেন। মধ্যরাতে বমি করতে থাকলে আমরা তাঁর মুখে বিষের গন্ধ পাই। রাতেই তাঁকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আত্মহত্যার খবর পেয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বন্দর থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিকেলেই বন্দর থানায় অপমৃত্যুর মামলা করেছেন শাহ আলীর ছেলে সিফাত।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কেন তিনি আত্মহত্যা করলেন তা জানার জন্য তদন্ত চলছে।