হোম > অপরাধ > ঢাকা

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ সৌদিগামী যাত্রী আটক

প্রতিনিধি, উত্তরা-বিমানবন্দর (ঢাকা)

লাগেজের ভেতর কৌশলে ইয়াবা নিয়ে বিমানে করে সৌদি আরবের দাম্মামে পাচারের চেষ্টাকালে এক মাদক চোরাকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অতিরিক্ত লাভের আশায় এসব ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে দাবি পুলিশের।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল ৬টার দিকে সাদ্দাম (৩২) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারী কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে এসব ইয়াবা নিয়ে আসে। পরে তা সৌদির দাম্মামে পাচারের চেষ্টা করছিলেন। এর বিনিময়ে তিনি সৌদির টিকেটের টাকা ও লভ্যাংশের একটি অংশ পেতেন। গ্রেপ্তার হওয়া সাদ্দাম বিদেশে ইয়াবা পাচার চক্রের একজন সক্রিয় সদস্য।

ইয়াবার খদ্দের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সৌদি প্রবাসী কিছু বাংলাদেশী রয়েছেন যারা ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। আবার কিছু সৌদি নাগরিকও ইয়াবা সেবন করেন। তাঁদের কাছেই মূলত এসব ইয়াবা অতিরিক্ত মূল্যে বিক্রি করা হতো।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এপিবিএন।

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট ছিল না, এ জন্য আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা সময় লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে