হোম > অপরাধ > ঢাকা

পুলিশ হয়ে ছিনতাই, ধরাও পড়লেন পুলিশের হাতে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ছিনতাই ও অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক নাহিদ মাসুম। একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানার পুলিশ। তাঁরা হলেন রূপগঞ্জের ভুলতা এলাকার আতিকুর রহমান সোহেল (২৯), হালিম মিয়া (২০) ও বিজয় (২৬)। এই চারজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে সজীব (২৫) নামের এক ব্যবসায়ী আড়াইহাজার থানায় মামলা করেন।

গত বৃহস্পতিবার গভীর রাতে আড়াইহাজার উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে সজীব ও তাঁর বন্ধু রাসেলকে অপহরণের চেষ্টার সময় ডেমরা থানার এসআই মোজাম্মেল হকসহ চারজনকে আটক করে আড়াইহাজার থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সরকারি পিস্তল, দুটি হ্যান্ডকাফ ও ছিনতাই করা টাকা জব্দ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বন্ধু রাসেল মিয়ার (২৬) সঙ্গে রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সজীব। পথে প্রভাকরদী এলাকায় সজীবের মামা সবুজের (৪০) সঙ্গে দেখা করতে বাজারের পাশে নামেন তাঁরা। সেখানে এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাঁদের ঘিরে ধরেন। এ সময় মোজাম্মেল পুলিশ পরিচয় দিয়ে সজীব ও রাসেলকে হাতকড়া পরান। সঙ্গে থাকা বাকি চারজন নিজেদের কনস্টেবল পরিচয় দিয়ে সজীবের সঙ্গে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন এবং রাসেলের সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর দুজনকে টেনেহিঁচড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর চেষ্টা করেন মোজাম্মেল ও তাঁর সঙ্গীরা।

একপর্যায়ে সজীব ও রাসেল চিৎকার করলে একটু দূরে টহলরত আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক নুরে আলম ফোর্স নিয়ে এগিয়ে আসেন। এরপর মোজাম্মেল নিজেদের ডেমরা থানার পুলিশ সদস্য পরিচয় দিলে নুরে আলম তাঁদের কাছে পরিচয়পত্র দেখতে চান, কিন্তু তাঁরা পরিচয়পত্র দেখাতে পারেননি। বিষয়টি আড়াইহাজার থানায় জানালে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায় এবং আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা একজন পালিয়ে যান।

গ্রেপ্তার মোজাম্মেল হককে পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি তিনজন ডেমরা থানার কনস্টেবল নন বলে জানান তিনি।

এ বিষয়ে আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম বলেন, ‘আসামিদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তকাজ ডিবি করবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪