হোম > অপরাধ > ঢাকা

‘ছাগল চুরি’ দেখে ফেলায় সেই গ্রাম পুলিশকে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ রণজিৎ কুমার দে’কে ছাগল চুরিকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

হত্যাকাণ্ডে জড়িত থাকায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে চুরি হওয়া একটি ছাগল ও হত‍্যাকাণ্ডে ব‍্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। গ্রেপ্তার আসামির নাম মুক্তার শেখ (২৮)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ঝাউকাঠি গ্রামের আজিদ শেখের ছেলে। 

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ৬ জানুয়ারি সকালে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে মেহগনি বাগান থেকে রণজিৎ কুমার দে’র মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে বেড়িয়ে আসে ঘটনার রহস্য। ৫ জানুয়ারি রাতে ওই এলাকার দুই বাড়ি থেকে তিনজন দুটি ছাগল চুরি করে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের টহল থাকায় আসামিরা আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেহগনি বাগানে অবস্থান করে। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে রণজিৎ কুমার দে ওই বাগানে গেলে আসামিদের চিনে ফেলে। সে সময় আসামিদের থানায় ধরিয়ে দিতে চাইলে তারা গামছা দিয়ে রণজিৎ কুমার দে’কে শ্বাসরোধ করে হত্যা করে। 

এ ঘটনায় অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ অন্যরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট