হোম > অপরাধ > ঢাকা

মুন্সিগঞ্জ সদরে অটোচালক হত্যা মামলায় গ্রেপ্তার ২

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।

পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট