হোম > অপরাধ > ঢাকা

ঘরে ৩ জনের রক্তাক্ত মরদেহ, মুমূর্ষু শিশু হাসপাতালে

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের একটি বাড়ি থেকে দুই নারীসহ তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার বছরের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন গৃহবধূ সুমী বেগম (২৫), তাঁর শাশুড়ি জমেলা খাতুন (৬০) এবং অজ্ঞাত যুবক (৩০)। এ ঘটনায় সুমীর ছেলে শাফিকে (৪) মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুমীর স্বামী জয়েন উদ্দীন সৌদি আরবপ্রবাসী। 

নিহত জমেলার আরেক পুত্রবধূ শাহনাজ বেগম জানান, আজ (শনিবার) সকালে তার শাশুড়ি ও জাকে ঘুম থেকে উঠতে দেরি দেখে তিনি ঘরের দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে তাঁদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি বাড়ির অন্যদের ডেকে আনেন। পরে সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে খাটের ওপর সুমী ও অজ্ঞাত যুবকের এবং মেঝেতে তাঁর শাশুড়ির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা সুমীর চার বছরের ছেলে শাফিকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। 

পরে খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে শ্যালো মেশিনের হ্যান্ডেল, রেঞ্জ ও রড পড়ে থাকতে দেখা যায়। 

নিহত জমেলা খাতুনের ভাই জামির আলী জানান, সুমীর স্বামী জয়েন উদ্দিন সৌদি আরবে এবং ভাশুর জয়নাল আবেদীন কুয়েতপ্রবাসী। তাঁরা পাশাপাশি দুই বাড়িতে থাকেন। সুমীর স্বামী জয়েন উদ্দিন ছুটিতে দেশে এসে তিন মাস আগে ফিরে যান। 

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা নাকি আত্মহত্যা, সেটা এখনো জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যাবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক