হোম > অপরাধ > ঢাকা

অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন মোসারাতের বোন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করায় মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। সেলফোনে এ হুমকি দিচ্ছেন একাধিক ব্যক্তি। ফোন করে বলা হচ্ছে, আনভীরকে আসামি করায় তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।

গত সোমবার দেশের প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের এই এমডিকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন নিহত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

নুসরাত জাহান বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে যে বোনকে দিয়ে বিজনেস করানোর জন্য আমরা আনভীরকে ফাঁসিয়েছি। যেটা ঠিক হয়নি, এর পরিণাম ভয়াবহ হবে। বুধবার দুপুরে আজকের পত্রিকার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মামলা বাদী নুসরাত জাহান বলেন, একাধিক নাম্বার থেকে ছয় বার ফোন এসেছে। নাম পরিচয় না দিয়ে তারা বলেন, আমরা নাকি আনভীরকে ফাঁসাতে মুনিয়াকে ব্যবহার করেছি। যার পিছনের কারণ মোটা অংকের টাকা নেওয়া। আমরা হুমকির বিষয়টি নিয়ে এখন আতঙ্কে আছি। যেহেতু তারা প্রভাবশালী। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিকেলে কুমিল্লার মনোহরপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে যাবো।

গত সোমবার রাতে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত ৷

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐ তরুণীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ‘প্রেমের সম্পর্ক' ছিল ৷

আরও পড়ুন:

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩