হোম > অপরাধ > ঢাকা

অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছেন মোসারাতের বোন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করায় মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে। সেলফোনে এ হুমকি দিচ্ছেন একাধিক ব্যক্তি। ফোন করে বলা হচ্ছে, আনভীরকে আসামি করায় তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে।

গত সোমবার দেশের প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের এই এমডিকে আসামি করে গুলশান থানায় মামলা দায়ের করেন নিহত মোসারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

নুসরাত জাহান বলেন, আমাকে ফোন করে বলা হয়েছে যে বোনকে দিয়ে বিজনেস করানোর জন্য আমরা আনভীরকে ফাঁসিয়েছি। যেটা ঠিক হয়নি, এর পরিণাম ভয়াবহ হবে। বুধবার দুপুরে আজকের পত্রিকার সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মামলা বাদী নুসরাত জাহান বলেন, একাধিক নাম্বার থেকে ছয় বার ফোন এসেছে। নাম পরিচয় না দিয়ে তারা বলেন, আমরা নাকি আনভীরকে ফাঁসাতে মুনিয়াকে ব্যবহার করেছি। যার পিছনের কারণ মোটা অংকের টাকা নেওয়া। আমরা হুমকির বিষয়টি নিয়ে এখন আতঙ্কে আছি। যেহেতু তারা প্রভাবশালী। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিকেলে কুমিল্লার মনোহরপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করতে যাবো।

গত সোমবার রাতে গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রাতেই মামলা দায়ের করেন ওই তরুণীর বড় বোন নুসরাত জাহান। মামলার পর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত ৷

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ঐ তরুণীর সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের ‘প্রেমের সম্পর্ক' ছিল ৷

আরও পড়ুন:

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি