হোম > অপরাধ > ঢাকা

করিমগঞ্জে স্ত্রীর সামনেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বর্গাচাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সামনে নিজ বাড়িতে সিরাজুল ইসলাম (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা। পরে গতকাল রাত ১২টার দিকে সিরাজুল ইসলামের স্ত্রী তাসলিমা আক্তার করিমগঞ্জ থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা সাত-আটজন এবং ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। 

মামলার পর গতকাল রাতেই এজাহারে উল্লেখিত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন কলাতলী গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুবিনা (২৪), আতাউর রহমানের স্ত্রী আকলিমা আক্তার (৩৫) ও জামান মিয়ার স্ত্রী মরিয়ম আক্তার (২২)। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হওয়া মামলার পর গতকাল রাতেই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষিকাজের পাশাপাশি সিরাজুল ইসলাম একটি টং দোকানের ব্যবসা করতেন। একই গ্রামের জামান সিরাজুল ইসলামের একটি জমি বর্গাচাষ করতেন। গতকাল শুক্রবার বিকেলে ওই জমি ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন জামান। এ সময় বর্গাচাষের টাকা চান সিরাজুল ইসলাম। এ নিয়ে তখন তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর সিরাজুল জমি থেকে বাড়িতে চলে যান। ইফতারের পর জামান ও তাঁর স্বজনেরা দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে ঘরের বারান্দায় ঢুকে কুপিয়ে গুরুতর আহত করা হয় সিরাজুলকে। স্বামীকে বাঁচাতে চেষ্টা করলে স্ত্রী তাসলিমা আক্তারকে মারধর করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। 

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রিয়াদ শাহেদ রনি বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলাম মারা গেছেন। রক্তক্ষরণের কারণে তাঁর শরীর একবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল।’ 

মামলার বাদী নিহতের স্ত্রী তাসলিমা আক্তার (৪৫) বলেন, ‘আমার স্বামী প্রাণে বাঁচতে জমি থেকে বাড়ি এসে নিজের ঘরে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু জামান ও তাঁর স্বজনেরা ঘরের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করে আমার স্বামীকে। টাকা চাওয়াই আমার স্বামীর কাল হলো। আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির