হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ছিনতাই: উদ্ধার আরও আড়াই কোটি, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ছিনতাই চক্রের আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ থেকে গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হারুন অর রশীদ জানান, গতকাল রাতে প্রথমে রাজধানীর বনানী থেকে সানোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে ইমন এবং উত্তরা থেকে আকাশ ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থকে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

ডিবির আরেকটি টিম সুনামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বদরুল আলম, মিজানুর রহমান, সোনাই ও এনামুল হক বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে। 

হারুন অর রশীদ বলেন, চক্রটি একটি মাইক্রোবাস সিলেট যাওয়ার কথা বলে ভাড়া নেয়। মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ নিয়ে তারা টাকা ছিনতাই করতে যায়। ছিনতাই করে ট্রাংক ভেঙে দুটি চালের বস্তায় করে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাইকারীরা টাকা দেখে ভয়ও পেয়েছিল।

এ নিয়ে এ ঘটনায় ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করল ডিবি। গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার