হোম > অপরাধ > ঢাকা

ব্যাংকের টাকা ছিনতাই: উদ্ধার আরও আড়াই কোটি, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ছিনতাই চক্রের আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ থেকে গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হারুন অর রশীদ জানান, গতকাল রাতে প্রথমে রাজধানীর বনানী থেকে সানোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে ইমন এবং উত্তরা থেকে আকাশ ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থকে ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

ডিবির আরেকটি টিম সুনামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বদরুল আলম, মিজানুর রহমান, সোনাই ও এনামুল হক বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে। 

হারুন অর রশীদ বলেন, চক্রটি একটি মাইক্রোবাস সিলেট যাওয়ার কথা বলে ভাড়া নেয়। মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ নিয়ে তারা টাকা ছিনতাই করতে যায়। ছিনতাই করে ট্রাংক ভেঙে দুটি চালের বস্তায় করে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। ছিনতাইকারীরা টাকা দেখে ভয়ও পেয়েছিল।

এ নিয়ে এ ঘটনায় ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করল ডিবি। গত ৯ মার্চ তুরাগে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়। ঘটনার দিন ডিবি ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির মামলা হয় তুরাগে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে