নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যা করার মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি আশরাফুল আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব।
আজ দুপুরে র্যাব-১১ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গতকাল রোববার আসামির নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশরাফুল আলম লালমনিরহাট জেলার আদিতমারি থানার মৃত সোলেমান আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২০১৮ সালের ২৫ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার রহমান টাওয়ারের চতুর্থ তলার ভাড়া বাসায় গার্মেন্টসকর্মী লায়লা বেগমকে (৩০) পূর্ব-পরিকল্পিতভাবে একাধিকবার ধর্ষণ করেন আশরাফুল আলম। পরে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মুখে কোলবালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
পরবর্তীতে ভুক্তভোগীর ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রী বাসায় এসে দেখতে পায় ঘরের ভেতরে খাটের ওপরে নিহত লায়লার বস্ত্রহীন মরদেহ পড়ে আছে। তার মুখের ওপর কোলবালিশ চাপা দেওয়া।
বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, পরে ভুক্তভোগীর বড় ভাই মো. মশিউর রহমান বাদী হয়ে আশরাফুল আলমের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নারায়ণগঞ্জের বিচার শেষে আসামিকে মৃত্যুদণ্ড দেন। ভুক্তভোগী নারী শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার আলাউদ্দীন মাতুব্বরের মেয়ে।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।