হোম > অপরাধ > ঢাকা

মোবাইল হারানোকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী ও আনসারদের সংঘর্ষ, আহত ৭

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল হারানোকে কেন্দ্র করে পরিচ্ছন্নতাকর্মী ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক আনসার সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে হাসপাতালে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীর একটি মোবাইল হারিয়ে যায়। এরপর মোবাইলের মালিক হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। হরিজন সম্প্রদায়ের লোকজনকে ওই পরিচ্ছন্নতাকর্মী খবর দিলে তারা হাসপাতালে ছুটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তাঁদের মধ্যে এ সংঘর্ষ আধঘণ্টা চলে।

হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. হাবিবুর রহমান বলেন, মোবাইল হারানো নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে আনসার ও হরিজন সম্প্রদায়ের সদস্যদের নিয়ে আলোচনা করা হবে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট