হোম > অপরাধ > ঢাকা

বসুন্ধরার এমডি সায়েম সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ নিষেধাজ্ঞা দেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে আসামি করা হয়েছে।

আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আজই আদালতে আবেদন করে গুলশান থানা পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জাফর হোসেন আজকের পত্রিকাকে বলেন, আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন আদালত মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া গুলশানের একটি বাড়িতে ভাড়া ফ্ল্যাটে আত্মহত্যা করেন বলে তার বোন নুসরাত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখিত একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।

পুলিশের আবেদনে বলা হয়েছে, মামলাটির তদন্ত চলছে। বাদীর এজাহার যাচাই–বাছাই করা হচ্ছে। আসামি সায়েম সোবহানকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি অত্যন্ত প্রভাবশালী এবং যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। মামলার তদন্তের স্বার্থে তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা আবশ্যক।

গত সোমবার ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর রোডের ১৯ নম্বর বাড়ির ৩/বি নম্বর ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সায়েম সোবহানের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন:

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ