রাজধানীর যাত্রাবাড়ী থানার বিজিবি মার্কেট এলাকা থেকে ‘শীর্ষ সন্ত্রাসী ও শুটার লিটন’কে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড অ্যামুনেশন (গুলি), ৩৪৮ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৫১ হাজার টাকা জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব।
এনায়েত কবির শোয়েব বলেন, শুটার লিটন রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, মুগদা, পল্টন, মতিঝিল, কদমতলী, কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাঁর কাজে কেউ বাধা দিলে লিটন মারধর করে বিভিন্ন ধরনে ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিতেন।
লিটনকে জিজ্ঞাসাদের বরাত দিয়ে শোয়েব আরও জানান, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তিনি। লিটন অস্ত্রের ভয় দেখিয়ে মাদকের কারবার পরিচালনা করতেন। এ কারণে কেউ ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না।
জিজ্ঞাসাবাদে লিটন জানান, তিনি বিভিন্ন উচ্চবিত্ত ও ব্যবসায়ীদের টার্গেট করে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লিটন তাঁদের নির্যাতন করতেন এবং হত্যার হুমকি দিতেন।
র্যাব জানায়, লিটন কন্ট্রাক্ট কিলিংসহ মোটা অঙ্কের টাকার বিনিময় যে কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করতেন না, যার কারণে তিনি শুটার লিটন নামে খ্যাত। লিটনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও পল্টন থানায় একটি হত্যা, দুটি অস্ত্র, তিনটি মাদক মামলা এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট সাতটি মামলা রয়েছে। লিটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।