হোম > অপরাধ > ঢাকা

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন স্বামী, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যু হয়েছে, এমন খবরে পরিবারের লোকেরা দেখতে গেলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম বাবুসহ তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদের খোঁজ চলছে। 

গৃহবধূ তানহা আক্তার (২৩) বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। 

নিহতের বড় বোন তানু আক্তার বলেন, ‘এক বছর আগে আমার বোনের বিয়ে হয়। আগামী মাসের ৯ অক্টোবর তাঁর ডেলিভারির তারিখ ছিল। আজ সকাল ৮টায় জানানো হয়, আমার বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। আমরা বাড়িতে এসে লাশ দেখতে চাইলে আমাদের লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে দেখতে চাইলে তারা মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে পালিয়ে যায়।’

তানু আক্তার আরও জানান, তার বোনের গলায় ও মুখে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 
 
উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন