হোম > অপরাধ > ঢাকা

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন স্বামী, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যু হয়েছে, এমন খবরে পরিবারের লোকেরা দেখতে গেলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম বাবুসহ তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদের খোঁজ চলছে। 

গৃহবধূ তানহা আক্তার (২৩) বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। 

নিহতের বড় বোন তানু আক্তার বলেন, ‘এক বছর আগে আমার বোনের বিয়ে হয়। আগামী মাসের ৯ অক্টোবর তাঁর ডেলিভারির তারিখ ছিল। আজ সকাল ৮টায় জানানো হয়, আমার বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। আমরা বাড়িতে এসে লাশ দেখতে চাইলে আমাদের লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে দেখতে চাইলে তারা মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে পালিয়ে যায়।’

তানু আক্তার আরও জানান, তার বোনের গলায় ও মুখে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 
 
উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট