হোম > অপরাধ > ঢাকা

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন স্বামী, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যু হয়েছে, এমন খবরে পরিবারের লোকেরা দেখতে গেলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম বাবুসহ তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদের খোঁজ চলছে। 

গৃহবধূ তানহা আক্তার (২৩) বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। 

নিহতের বড় বোন তানু আক্তার বলেন, ‘এক বছর আগে আমার বোনের বিয়ে হয়। আগামী মাসের ৯ অক্টোবর তাঁর ডেলিভারির তারিখ ছিল। আজ সকাল ৮টায় জানানো হয়, আমার বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। আমরা বাড়িতে এসে লাশ দেখতে চাইলে আমাদের লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে দেখতে চাইলে তারা মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে পালিয়ে যায়।’

তানু আক্তার আরও জানান, তার বোনের গলায় ও মুখে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 
 
উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সাভারে সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করলেন চালক

বাসের ধাক্কায় লোহার গেট ভেঙে সিকিউরিটি গার্ড নিহত, রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে ডিপো ইনচার্জ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ডিশ-ইন্টারনেটের ব্যবসা দখল করতে যুবলীগ নেতাকে খুন—দাবি পরিবারের

হাদিকে গুলি: মূল আসামি ফয়সালকে মাইক্রোবাসে পালাতে সহায়তাকারী নুরুজ্জামান ৩ দিনের রিমান্ডে

নিরাপত্তা জোরদারে চেকপোস্ট বাড়াল ডিএমপি

মোহাম্মদপুরে মা–মেয়ে খুন: স্বামীর পর এবার গৃহকর্মী আয়েশার দায় স্বীকার

টাঙ্গাইলে দুই দিনে কুকুরের কামড়ে আহত ৪০

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

হাদির মস্তিষ্ক ছাড়া সব অঙ্গ সক্রিয়, স্থিতিশীল হওয়ার অপেক্ষা: ইনকিলাব মঞ্চ