হোম > অপরাধ > ঢাকা

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন স্বামী, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যু হয়েছে, এমন খবরে পরিবারের লোকেরা দেখতে গেলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম বাবুসহ তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদের খোঁজ চলছে। 

গৃহবধূ তানহা আক্তার (২৩) বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। 

নিহতের বড় বোন তানু আক্তার বলেন, ‘এক বছর আগে আমার বোনের বিয়ে হয়। আগামী মাসের ৯ অক্টোবর তাঁর ডেলিভারির তারিখ ছিল। আজ সকাল ৮টায় জানানো হয়, আমার বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। আমরা বাড়িতে এসে লাশ দেখতে চাইলে আমাদের লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে দেখতে চাইলে তারা মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে পালিয়ে যায়।’

তানু আক্তার আরও জানান, তার বোনের গলায় ও মুখে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 
 
উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস