হোম > অপরাধ > ঢাকা

অন্তঃসত্ত্বার লাশ ফেলে পালালেন স্বামী, পরিবারের অভিযোগ হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গৃহবধূর মৃত্যু হয়েছে, এমন খবরে পরিবারের লোকেরা দেখতে গেলে শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

বন্দর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী আরিফুল ইসলাম বাবুসহ তাঁর পরিবারের লোকজন পলাতক। তাঁদের খোঁজ চলছে। 

গৃহবধূ তানহা আক্তার (২৩) বন্দর ইউনিয়ন পরিষদের তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। 

নিহতের বড় বোন তানু আক্তার বলেন, ‘এক বছর আগে আমার বোনের বিয়ে হয়। আগামী মাসের ৯ অক্টোবর তাঁর ডেলিভারির তারিখ ছিল। আজ সকাল ৮টায় জানানো হয়, আমার বোন নাকি স্ট্রোক করে মারা গেছে। আমরা বাড়িতে এসে লাশ দেখতে চাইলে আমাদের লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে দেখতে চাইলে তারা মারধরের চেষ্টা চালায়। একপর্যায়ে পালিয়ে যায়।’

তানু আক্তার আরও জানান, তার বোনের গলায় ও মুখে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 
 
উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক