আশুলিয়ার একাধিক মাদক মামলার আসামি হামিদুর রহমান মুন্সিসহ (৪০) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার রাতে আশুলিয়ার দুর্গাপুর ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর ডিবি।
ঢাকা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশুলিয়ার দুর্গাপুর গ্রামের রমজান আলী মুন্সির ছেলে হামিদুর রহমান মুন্সি ও আশুলিয়ার ভাদাইল এলাকার মোতালেব সরকারের ছেলে মাইন উদ্দিন সরকার ওরফে আবির (২১)। তাঁদের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
ঢাকা উত্তর ডিবির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত বলেন, ‘হামিদুর রহমান মুন্সি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা রয়েছে। একাধিকবার তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। মাদক কারবারির বাইরে তাঁর আর কোনো পেশা নেই।’
ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘মাদক কারবারিদের গ্রেপ্তার করে আশুলিয়া থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।’