হোম > অপরাধ > ঢাকা

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পারিবারিক কলহের জেরে বিউটি বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুল লতিফ কাজী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বার্তা গ্রামে এ ঘটনা ঘটে। 

বিউটি আক্তারের চাচাতো ভাই জহির উদ্দিন বলেন, ১২ বছর আগে লতিফ কাজীর সঙ্গে বিয়ে হয় বিউটির। তাঁদের ১০ বছর বয়সী এক মেয়ে ও চার বছর বয়সী ছেলে রয়েছে। লতিফ কাজী আগে ব্যবসা করলেও বেশ কিছুদিন ধরে বেকার ছিলেন। রোজগার না থাকায় বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রাত ১২টায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে দুই সন্তানের সামনেই লতিফ বিউটিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। 

রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই বিউটির স্বামী পলাতক। 

উত্তম কুমার আরও বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা