হোম > অপরাধ > ঢাকা

বিশেষ অ্যাপসে মাদকের ব্যবসা, ডিলারসহ গ্রেপ্তার ৬ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে টেকনাফকেন্দ্রিক মাদক পাচার চক্রের চার ডিলারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছয়জনের কাছ থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের ডিলার ইব্রাহিম, ইয়াকুব, শামসুল আলম, ঢাকার ডিলার জিবা আক্তার এবং তাঁর দুই সহযোগী তানভীর মাহমুদ ও রবিন। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিশেষ অ্যাপস ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। 

রাশেদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা ও মিরপুরের শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ ও ঢাকার চার মাদক ডিলারসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র বিভিন্ন কৌশলে টেকনাফ থেকে মাদক ঢাকায় এনে ছড়িয়ে দিত। 

উপপরিচালক বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে—ইব্রাহিম, ইয়াকুব ও শামসুল আলম টেকনাফের মূল হোতা। কয়েকজনের মাধ্যমে মাদক সিন্ডিকেট গড়ে তোলে এই চক্র। তাঁরা অভিনব কৌশলে টেকনাফ থেকে ইয়াবার বড় চালান ঢাকায় এনে ছড়িয়ে দিতেনন। তাঁরা টেকনাফ থেকে মাদক ঢাকায় আনার সময় নিজেরা বহন করতেন না। তাঁদের চক্রের বেশ কয়েকজনকে বহনকারী হিসেবে ব্যবহার করা হতো। ঢাকায় জবা আক্তারের ভাড়া বাসা ব্যবহার করতেন। ব্যবসার নিরাপত্তার স্বার্থে জবা আক্তার পূর্ব শেওড়াপাড়া এলাকায় তিনটি বাসা ভাড়া নেন। বড় চালান নিরাপদে রাখার জন্য এসব বাসা ব্যবহার করা হতো। 

মো. রাশেদুজ্জামান বলেন, ‘এই চক্রের কেউ মোবাইল ফোনে সিম ব্যবহার করতেন না। যোগাযোগের গোপনীয়তা রাখতে নিজেদের এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করতেন। এই অ্যাপস ব্যবহার করতে ভিন্ন পরিচয়ে সিম সংগ্রহ করে সেটি দিয়ে পকেট রাউটার হিসেবে ব্যবহার করতেন। এনক্রিপ্টেড অ্যাপস বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।’ 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন