হোম > অপরাধ > ঢাকা

জামিন জালিয়াতির ঘটনায় দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ভুয়া জামিন জালিয়াতির ঘটনায় দুই আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ২৩ জুন সশরীরে হাজির হতে বলা হয়েছে।

আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া মিতি জানান, ঢাকা জেলা আদালতের আইনজীবী রাজু আহমেদ রাজিব ও বগুড়া জেলা আদালতের আইনজীবী তানজিম আল মিসবাহকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভুয়া জামিননামা তৈরিকারক কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আইনজীবী সহকারী মো. সোহাগকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল শাহবাগ থানায় মামলা করার পর এ জালিয়াতির ঘটনা অনুসন্ধান করে সিআইডি। ঘটনার সঙ্গে চারজনের সম্পৃক্ততা মেলে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেওয়া হয়। ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন সংশ্লিষ্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এরপর আদালত এ  আদেশ দেন। এ সময় আদালত বলেন, অপরাধের সঙ্গে যেই জড়িত হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি বগুড়াতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা হয়। এর মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের ছোট ভাই মশিউল আলম বাদী হয়ে ১০ ফেব্রুয়ারি বগুড়া থানায় মামলা করেন। এ মামলায় যুবলীগের সহসভাপতি মো. আমিনুল ইসলামসহ ৩০ জনের হাইকোর্ট থেকে জামিন নেওয়ার একটি ভুয়া জামিননামা তৈরি করা হয়। বিষয়টি নজরে আসার পর হাইকোর্ট গত ২৪ ফেব্রুয়ারি এক আদেশে মামলার আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এ অবস্থায় ওই আসামিরা গত ৩ মার্চ ১৪ জন এবং ৪ মার্চ ১৬ জন বগুড়ার আদালতে আত্মসমর্পণ করেন। ওই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর তারা হাইকোর্টের অন্য একটি বেঞ্চে জামিন আবেদন করলে গত ১১ মে ওই ৩০ জনকে জামিন দেন। এ অবস্থায় জালিয়াতির সঙ্গে জড়িতদের সম্পৃক্ততা নিয়ে হাইকোর্টে সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ