হোম > অপরাধ > ঢাকা

নরসিংদী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাদেকুর রহমানের পর গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী আশরাফুল ইসলাম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আশরাফুলের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ‘পিঠে গুলিবিদ্ধ অবস্থায় গতকাল সন্ধ্যায় আশরাফুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে মারা যায় সে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. আক্তার হোসেন জানান, রাতেই অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে রাখা হলে সেখানেই আশরাফুলের মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপিরকার্যালয়ের পাশে দুই গ্রুপের সংঘর্ষে গুলির ঘটনা ঘটে। এতে আহত নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান (৩৫) ও আশরাফুল ইসলামকে (২০) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরপরই চিকিৎসক সাদেকুরকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ জানান, ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক