হোম > অপরাধ > ঢাকা

আড়াইহাজার পৌর নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ায় মারধরের অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক মেয়র হাবিবুর রহমানের পক্ষে ভোট দেওয়ায় তিন ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। 

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান হাবিবুর রহমানসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তাঁকে শান্ত করে কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, গোপন কক্ষে ঢুকে ইভিএম মেশিনে জগ প্রতীকে ভোট দেন ওই তিনজন। এতে ক্ষুব্ধ হয়ে শরীফ ও তাঁর সহযোগীরা কেন্দ্রের বাইরে তাঁদের মারধর করেন। আহত অবস্থায় তাঁদের গাউছিয়া এলাকায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলায় আহত রয়েল বিশ্বাসের (২৭) মা মমতা রানী বিশ্বাস ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই চিৎকার করতে থাকেন। তিনি বলেন, ‘আমার পোলায় জগ মার্কায় ক্যান ভোট দিল, নৌকায় কিল্লিগা দিল না এই জন্য শরীফে আমার পোলারে মারছে। আমরা যারে মনে চায় তারে ভোট দিম। অয় মারার কে? আমার পোলারে কিল্লিগা মারল আমি বিচার চাই।’

এ বিষয়ে সেখানে উপস্থিত একাধিক ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘সকাল থেকে সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ ছিল। কিন্তু এখানে ছাত্রলীগের শরীফ আমার ভোটারদের মারধর করে কেন্দ্র দখল করছে। আমার ভোটাররা ভয়ে চলে গেছে। এভাবে ভোট চলতে পারে না। পুলিশের সামনেই মারধর করেছে শরীফ।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট