হোম > অপরাধ > ঢাকা

এনজিও-ফ্ল্যাটে ডাকাতি, মাদ্রাসায় ঢুকে মালামাল লুটের পর ফেরত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বেসরকারি সংস্থা (এনজিও) ও দুটি ফ্ল্যাট বাড়িতে ডাকাতি হয়েছে। এতে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে একই সময় এক মাদ্রাসায় ডাকাতি করতে ঢুকে পরবর্তী সময় ওই মাদ্রাসার মালামাল ফিরিয়ে দেয় ডাকাতেরা। 

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের সেন্ট্রাল হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ডাকাতির বিষয়ে আশা এনজিওর শাখা ম্যানেজার শফিকুল কবির বলেন, ‘রাত ৩টার দিকে মুখোশ পরা কয়েক ব্যক্তি দরজা ভেঙে অফিসে ঢুকে। প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র ছিল। ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে প্রায় ১ লাখ ৪৩ হাজার ১৫৩ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।’ 

আরেক ভুক্তভোগী আবুল কালাম বলেন, ‘আমার ফ্ল্যাটে ডাকাতেরা ঢুকে প্রায় ২ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই ভবনের ওপরের তালার বাসিন্দা আশরাফ আলীর ঘরে ঢুকে ২০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার এবং মোবাইল পোন ছিনিয়ে নেয়।’ 

আবুল কালাম আরও বলেন, ‘ডাকাতেরা আমাদের বাড়ির পাশে থাকা একটি নারী মাদ্রাসায় প্রবেশ করে। সেখানে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নেওয়ার পর কোনো কারণে সেগুলো ফিরিয়ে দিয়ে পালিয়ে যায়।’ 

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।’ 

মাদ্রাসায় ঢুকে তাদের মালামাল ফেরত দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘এমনটা আমাদের সদস্যরাও জানতে পেরেছে ঘটনাস্থল থেকে। তবে এটা পরিষ্কার যে ডাকাত দল দূর থেকে এসেছে। তারা আশপাশের নয়।’

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান