হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির আরও ৩ নেতা-কর্মী গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির আরও তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। 

গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে ও সাবেক থানা শ্রমিক দলের সহসভাপতি মো. রাজিব ভূঁইয়া (৩৪), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ও মৃত ওসমান গনি মাস্টারের ছেলে মো. কাজী গোলাম কাদির (৫২) এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য আ. হকের ছেলে মো. সোহেল (৫০)। 

এ বিষয়ে হাফিজুর রহমান মানিক বলেন, গতকাল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দেবাশিষ কণ্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে আরেকটি মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির