হোম > অপরাধ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির আরও ৩ নেতা-কর্মী গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় বিএনপির আরও তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক। 

গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে ও সাবেক থানা শ্রমিক দলের সহসভাপতি মো. রাজিব ভূঁইয়া (৩৪), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ও মৃত ওসমান গনি মাস্টারের ছেলে মো. কাজী গোলাম কাদির (৫২) এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য আ. হকের ছেলে মো. সোহেল (৫০)। 

এ বিষয়ে হাফিজুর রহমান মানিক বলেন, গতকাল সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক দেবাশিষ কণ্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদের ২১ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২৭ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে আরেকটি মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন